সংবাদদাতা, দিনহাটা : বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা নাগরিকদের পৌছে দিতে বাড়ি বাড়ি যাচ্ছেন কাউন্সিলর। দুয়ারে সরকারের আদলে প্রতিদিন নিয়ম করে নাগরিকদের বাড়িতে পৌঁছে যাচ্ছেন দিনহাটা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকারিয়া হোসেন। করোনার সময় থেকেই ওষুধ, খাদ্য-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস চাহিদামতো নাগরিকদের কাছে পৌছে দিয়েছেন জাকারিয়া।
আরও পড়ুন-ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন
এবার পুর নির্বাচনে তিনি দিনহাটার ১৬ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন। তারপর থেকে প্রতিদিন রুটিন করে বাড়ি বাড়ি যাচ্ছেন। সেখানে গিয়ে নাগরিকদের বিভিন্ন অভাব-অভিযোগ খাতায় লিপিবদ্ধ করে তা সাধ্যমতো সমাধান করে চলেছেন। নাগরিকরা বাড়িতে থেকেই পেয়ে যাচ্ছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এছাড়াও স্বাস্থ্য পরিষেবা, বার্ধক্যভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, জমির খতিয়ান-সহ অন্যান্য নাগরিক পরিষেবা নাগরিকদের দিয়ে আসছেন তিনি।
আরও পড়ুন-আইপিএলে শততম ম্যাচে সেঞ্চুরি রাহুলের, আধ ডজন হারে বেসামাল মুম্বই
নাগরিকরা যাতে সেই প্রকল্পের মাধ্যমে উপকার পান সে সব বিষয়েও অবগত করছেন। কাউন্সিলরের এহেন উদ্যোগে খুশি ওয়ার্ডের নাগরিকরা। জাকারিয়া বলেন, ‘‘আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তিনি যেভাবে দুয়ারে সরকার কর্মসূচি তৈরি করেছেন, সেভাবেই আমি নিজের ব্যক্তিগত উদ্যোগে ওয়ার্ডের নাগরিকদের পাশে দাঁড়াতে দুয়ারে কাউন্সিলর কর্মসূচি শুরু করেছি।’’