প্রতিবেদন : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারণে গোটা বিশ্বের শেয়ার বাজার নিম্নমুখী। ভারতও তার ব্যতিক্রম নয়। মঙ্গলবার দেশের শেয়ার বাজারেও বড় মাপের ধাক্কা লেগেছে। এদিন বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৭০৯.১৭ পয়েন্ট পড়ে ৫৭৭৭৬.৮৫ পয়েন্টে থিতু হয়। শতাংশের বিচারে এদিন সেনসেক্সের ১.২৬ শতাংশ নেমে আসে।
আরও পড়ুন-মিতালিদের আজ বদলার ম্যাচ, সামনে ইংল্যান্ড
পাশাপাশি পড়েছে জাতীয় শেয়ার বাজার বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বাজার বন্ধের সময় নিফটির ২০৮.৩০ পয়েন্ট পতন ঘটে। বাজার বন্ধের সময় নিফটি ১৬৬৬৩ পয়েন্টে নেমে আসে। শতাংশের বিচারে এদিন নিফটির ১.২৩ শতাংশ পতন ঘটে। সেনসেক্সে নথিভুক্ত সংস্থাগুলির মধ্যে এদিন টাটা স্টিলের দর সবচেয়ে বেশি পড়েছে। এছাড়াও টেক মাহিন্দ্রা, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক প্রভৃতি সংস্থার শেয়ার দরেও পতন হয়েছে। অন্যদিকে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মারুতি সুজুকি, নেসলে ইন্ডিয়ার শেয়ার দর ছিল বেশ কিছুটা ঊর্ধ্বমুখী।
আরও পড়ুন-অচল বাগডোগরা, হেনস্তা যাত্রীদের
এদিন পেটিএমের শেয়ার দর ৭০ শতাংশ কমেছে। রিজার্ভ ব্যাঙ্ক শনিবারই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের নতুন গ্রাহকদের উপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করে। সে কারণেই সংস্থার শেয়ার দরে ধস নামে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বাজারে একটা অস্থিরতা তৈরি হয়েছে। সে কারণে বিনিয়োগকারীরা বিনিয়োগের ঝুঁকি নিচ্ছেন না। বরং অনেকেই নিজেদের টাকা বাজার থেকে তুলে নিচ্ছেন। সে কারণেই শেয়ার বাজারের এই পরিস্থিতি। যুদ্ধ না থামলে বাজারের উন্নতি হওয়ার তেমন কোনও আশা দেখা যাচ্ছে না।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…