রাজ্য পুলিশকে সঙ্গে নিয়েই যৌথ তদন্তের নির্দেশ কোর্টের

জানা গিয়েছে, রাজ্য পুলিশ এবং সিবিআই-এর একজন করে এসপি পদমর্যাদার পদস্থ অফিসারকে নিয়ে প্রাথমিকভাবে গঠন করা হবে এই সিট।

Must read

প্রতিবেদন : শুধুমাত্র সিবিআইয়ের তদন্তে ভরসা রাখতে পারল না হাইকোর্ট। সন্দেশখালির ঘটনার তদন্তে রাজ্য পুলিশ এবং সিবিআইকে যৌথ তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। হাইকোর্টের নজরদারিতে এই তদন্ত করবে বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশ, বদলে গেল দমদম রোডের নাম

জানা গিয়েছে, রাজ্য পুলিশ এবং সিবিআই-এর একজন করে এসপি পদমর্যাদার পদস্থ অফিসারকে নিয়ে প্রাথমিকভাবে গঠন করা হবে এই সিট। তাঁরাই ঠিক করবেন আর কারা থাকবেন এই দলে। অবশ্যই থাকতে হবে সমসংখ্যক প্রতিনিধি। তাঁরা রিপোর্ট পেশ করবেন ম্যাজিস্ট্রেটের কাছে। তবে হাইকোর্টের নির্দেশ ছাড়া পেশ করা যাবে না চূড়ান্ত রিপোর্ট। ইডি এবং সিবিআই চেয়েছিল তদন্তভার দেওয়া হোক শুধুমাত্র সিবিআইকেই। কিন্তু আদালত শুধুমাত্র সিবিআইয়ের উপর ভরসা রাখতে পারেনি।

Latest article