প্রতিবেদন : ২৪ ঘণ্টার মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়াদের হস্টেল খালি করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই তার দায়িত্ব নিতে হবে। মঙ্গলবার এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। হাইকোর্ট জানিয়েছে, কর্তৃপক্ষকে হস্টেলের প্রতিটি রুমে গিয়ে গিয়ে প্রাক্তনীদের ঘর খালি করার বিষয়টি বলতে হবে। যাদবপুর নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা।
আরও পড়ুন-উৎসবের মেজাজে ভোট ধূপগুড়িতে
সেই মামলার শুনানিতে এদিন প্রাক্তনীদের হস্টেল খালি করার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। এদিন গোটা বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি বিশ্ববিদ্যালয়ের সমস্ত পড়ুয়াদের মতামত জানতে চেয়েছেন। পাশাপাশি তাঁর নির্দেশ, যেহেতু এখন বিশ্ববিদ্যালয়ে কোনও ‘বৈধ’ ছাত্র সংসদ নেই, তাই কোনও ছাত্র সংগঠন ছাত্র সংসদ বা স্টুডেন্ট ইউনিয়নের নামে কোনও প্রেস কনফারেন্স করতে পারে না।
অন্যদিকে, মঙ্গলবার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেছিলেন ইসরোর প্রতিনিধি দল। প্রযুক্তির ব্যবহারে শিক্ষাঙ্গনে র্যাগিং বন্ধ করার কোনও উপায় রয়েছে কি না, তা নিয়ে আলোচনা করতেই এই প্রতিনিধি দল। মঙ্গলবার বিকেলে ক্যাম্পাস ঘুরে দেখেন তাঁরা। কথা বলেন কর্তৃপক্ষের সঙ্গে।
আরও পড়ুন-দিনের কবিতা
মঙ্গলবার বিকেলে লালবাজারে গিয়ে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করেন যাদবপুরের মৃত পড়ুয়ার বাবা-মা। শোনা যাচ্ছে, মৃত পড়ুয়ার মায়ের বয়ান রেকর্ড করা হয়েছে। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিল ছাত্রের পরিবার। যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছিলেন তিনি। পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে।