বগটুই মামলায় আদালত সতর্ক করল সিবিআইকে

Must read

সংবাদদাতা, রামপুরহাট : ভাদু শেখ খুনের তদন্তভারও সিবিআইয়ের হাতে দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বগটুইয়ের ঘটনা এবং ভাদু শেখ খুনের ঘটনায় যোগ রয়েছে। সে কারণেই ভাদু শেখ খুনের তদন্তও করবে সিবিআই। প্রধান বিচারপতির আরও বক্তব্য, ঘটনার সত্য সন্ধানে ও প্রকৃত দোষীদের খুঁজে বের করার জন্য এই মামলার তদন্ত করুক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার সিবিআই (CBI) তদন্তের দাবিতে মামলা দায়ের করেছিলেন আইনজীবী কৌস্তুভ বাগচী। বগটুই (Bogtui)-কাণ্ডে সিবিআই মুম্বই থেকে ধৃত চার অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে রামপুরহাটে নিয়ে এসেছে। মূল অভিযুক্ত লালন শেখের সঙ্গী বাপ্পা শেখ, সাবু শেখ-সহ চারজনকে সিবিআই (CBI) হেফাজত দিয়েছে আদালত। আনারুল-সহ সাতজনকে আজ এসিজেএম আদালতে তোলা হয়। আগের তারিখে পলিগ্রাফ টেস্ট হয়নি। সেই নিয়ে ফের আজ শুনানি হয়। অভিযুক্ত ছ’জন পলিগ্রাফ টেস্ট দিতে রাজি হয়নি। আনারুলেরটা পরে ঠিক হবে। পিটিশন জমা দেওয়া নিয়ে এদিন বিচারপতি সিবিআইকে ভর্ৎসনাও করেন। বলেন, এভাবে চললে তিনি রিভার্স রিমার্ক করতে বাধ্য হবেন। আনারুলের আইনজীবীরা জামিনের পক্ষে সওয়াল করেন। বিচারক সেই আবেদনে সাড়া না দিয়ে আনারুল-সহ বাকি সাতজনের জামিন খারিজ করেছেন। আনারুলকে ২১ এপ্রিল এবং বাকি ছজনকে ২০ এপ্রিল আদালতে হাজির করতে হবে।

Latest article