কলম্বো, ১৩ সেপ্টেম্বর : গত কয়েক মাসের সঙ্গে মঙ্গলবারের কলম্বোর আকাশ-পাতাল পার্থক্য। এই ক’মাসে গোটা বিশ্ব দেখেছে খাবার, বিদ্যুৎ, তেল, দৈনন্দিন জিনিসের ভয়াবহ সংকটে শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভ। সাধারণ মানুষের ক্ষোভ নেমে এসেছিল কলম্বোর রাজপথে। মঙ্গলবারও পথে নামলেন লঙ্কাবাসী। তবে এবার বিক্ষোভ-আন্দোলনের জন্য নয়। এই পথে নামা উৎসবের, আনন্দের, চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার উদযাপন। সংকট কাটিয়ে যেন দ্বীপরাষ্ট্রে খুশির প্লাবন আনলেন দাসুন শনাকারা।
আরও পড়ুন-৫৯ লাখ টাকায় পথশ্রী প্রকল্প
মঙ্গলবার সাতসকালেই ক্রিকেটে এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা দল দেশে ফেরে। বিজয়ীদের বরণ করে নিতে প্রস্তুত ছিলেন সিংহলীরা। ভিকট্রি প্যারেডের জন্য দোতলা বাসের ব্যবস্থা করা হয়। যার সামনে লেখা, ‘এশিয়া কাপ চ্যাম্পিয়ন’। স্থানীয় সময় সকাল সাড়ে ছ’টা থেকে শুরু হয় ভিকট্রি প্যারেড। কলম্বো থেকে কুটনায়েকে পর্যন্ত হুডখোলা ডাবল ডেকার বাসের মাথায় চড়ে লঙ্কাবাসীর অভিবাদন কুড়ান ভানুকা রাজাপক্ষে, ওয়ানিন্দু হাসারাঙ্গারা।
আরও পড়ুন-জাতীয় সড়ক যেন চাষের জমি
চ্যাম্পিয়নদের দেখতে ভিড় জমে যায় পথের দু’পাশে। দৃশ্যগুলি মোবাইল ক্যামেরায় বন্দি করতে শুরু করেন অধিকাংশ মানুষ। ভক্তদের অনুরোধে বারবার ট্রফি উঁচিয়ে ধরেন ক্রিকেটাররা। শনাকাদের সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যায়। তারকাদের সঙ্গে সেলফি তোলার মরিয়া চেষ্টা হলেও নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। শনাকাদের দুবাই রওনা হওয়ার দিন অতি বড় শ্রীলঙ্কার সমর্থকও ভাবেননি, চ্যাম্পিয়নের ট্রফি হাতে দেশে ফিরবেন তাঁরা। সব হিসেব উল্টে দিয়ে ৮ বছর পর ষষ্ঠবার এশিয়া কাপ খেতাব জিতে নিয়েছে অর্জুন রণতুঙ্গার দেশ।