৫৯ লাখ টাকায় পথশ্রী প্রকল্প

উল্লেখ্য, পুর পরিষেবা সচল রাখতে মেয়াদ উত্তীর্ণ বুনিয়াদপুর পুরসভার প্রশাসক বোর্ড নিয়োগের সিদ্ধান্ত নেয় রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর।

Must read

দুলাল সিংহ, বালুরঘাট: বুনিয়াদপুরে ৫৯ লক্ষ টাকা ব্যয়ে শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী প্রকল্পের কাজ। এর ফলে পুজোর আগেই রঙিন আলোয় সেজে উঠবে গোটা শহর। তৈরি হবে নতুন রাস্তাও। প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেই ঘোষণা করলেন অখিল চন্দ্র বর্মন। উল্লেখ্য, পুর পরিষেবা সচল রাখতে মেয়াদ উত্তীর্ণ বুনিয়াদপুর পুরসভার প্রশাসক বোর্ড নিয়োগের সিদ্ধান্ত নেয় রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর।

আরও পড়ুন-জাতীয় সড়ক যেন চাষের জমি

বুনিয়াদপুর পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসাবে প্রাক্তন পুরপ্রধান অখিল চন্দ্র বর্মন এবং ভাইস চেয়ারম্যান হিসাবে জয়ন্ত কুণ্ডু মঙ্গলবার দায়িত্বত্বভার গ্রহণ করেন। মঙ্গলবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই দায়িত্বভার গ্রহণ পর্ব। এদিন বুনিয়াদপুর পুরসভার প্রশাসক বোর্ডের দায়িত্বভার গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র, গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ বুনিয়াদপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরগণ। অখিল চন্দ্র বর্মন জানিয়েছেন, পুজোর আগেই বুনিয়াদপুর পুর এলাকাকে রঙিন আলোয় সাজাতে চলেছে বুনিয়াদপুর পুরসভা। পাশাপাশি বুনিয়াদপুর শহরের ৭-৮টি জায়গায় বসানো হবে ল্যাম্পপোস্ট। এমনই ঘোষণার খবর পেয়ে খুশি পুরবাসীরাও।

Latest article