বুধবার সার্ভে পার্কের বাড়ি থেকে উদ্ধার করা হয় একেন বাবুর স্রষ্টা সুজন দাশগুপ্তর মৃতদেহ। বয়স হয়েছিল ৮০। আজ সকাল ১০.০৫ নাগাদ লেখকের পরিচারিকা সুনিতা দাস তাঁর ফ্ল্যাটে গিয়েছিলেন। বেশ কয়েকবার দরজায় ধাক্কা পরেও উত্তর আসেনি। খটকা লাগায় বিল্ডিংয়ের নিরাপত্তা রক্ষীদের খবর দেন সুনিতা। দরজা ভাঙতে না পেরে পুলিশে খবর দেওয়া হয়।ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর আগেই প্রতিবেশী এবং গার্ডরা মিলে ওই দরজা ভেঙে ফেলেছিলেন। দেখা যায় মেঝেতে পড়ে আছে সুজনের নিথর দেহ।
আরও পড়ুন-‘পরের বার যখন আপনাদের এলাকায় আসব, আপনাদের ভাষা শিখতে চাই’ ভাষার প্রতি টান প্রকাশ করলেন মমতা
পুলিশ সূত্রে খবর, সুজন দাশগুপ্তর স্ত্রী শান্তিনিকেতনে ঘুরতে গিয়েছেন। তাঁর মেয়ে আমেরিকায় থাকেন। ফ্ল্যাটে একাই ছিলেন তিনি। বেডরুমের সাথে ওয়াশরুমের সামনে থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রে খবর বাথরুমে যাওয়ার সময়ই তাঁর মৃত্যু হয়। ঘটনায় কোনও ফাউল প্লের চিহ্ন নেই। এছাড়া কোনরকম অভিযোগ জমা পড়েনি। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।