প্রতিবেদন : দিল্লির কাছে মাথা নত নয়। বিজেপি সরকারের চোখে চোখ রেখে আন্দোলনের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস (TMC) ছিনিয়ে আনবে বাংলার মানুষের হকের পাওনা। সেই লক্ষ্যে আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লিতে মেগা ধরনা-কর্মসূচি রয়েছে। দলের সর্বস্তরের নেতা-কর্মীরা ১ অক্টোবর দিল্লি পৌঁছে যাবেন। তার প্রস্তুতি এখন তুঙ্গে। এর আগে ৫০ লক্ষেরও বেশি চিঠি পৌঁছে গিয়েছে রাজধানীতে। আজ শুক্রবার সারা বাংলা থেকে ১০০ দিনের কাজের টাকা না পাওয়া ও বাংলা আবাস যোজনার টাকা না পাওয়া বঞ্চিতরা এসে পৌঁছবেন কলকাতায়। ৩০ সেপ্টেম্বর সকালের বিশেষ ট্রেনে তাঁদের দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে দল। শুক্রবার রাতটা তাঁরা থাকবেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে। তার সব বন্দোবস্তও করা হয়েছে। একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার টাকা হোক কিংবা রাস্তার কাজ বন্ধ-সহ রাজ্যের একাধিক পাওনা মেটাচ্ছে না কেন্দ্রের মোদি সরকার। রাজনীতিতে পেরে না উঠে বাংলার মানুষকে ভাতে মারতেই বিজেপির এই চক্রান্ত। যা নিয়ে বারবারই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
একুশে জুলাইয়ের মঞ্চ কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে ‘দিল্লি চলো’ ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় পঞ্চায়েতমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে ইতিমধ্যেই তাঁর কাছে চিঠি পাঠিয়েছে তৃণমূল (TMC)। অক্টোবরের ৩ তারিখে তাঁর সঙ্গে দেখা করার জন্য সময় চাওয়া হয়েছে।
আরও পড়ুন- মধ্যপ্রদেশে নারীসুরক্ষা বলে আর কিছু নেই, উজ্জয়িনীকাণ্ডে ধৃত ৪