সংবাদদাতা, হাওড়া : রাজ্যপাল এখনও হাওড়া কর্পোরেশন বিলে সই করেননি। তবুও কালবিলম্ব না করে হাওড়ার উন্নয়নকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে চলেছে পুরনিগমের প্রশাসক পর্ষদ। বাজেট অধিবশনে হাওড়া পুরনিগমের (Howrah Corporation) সংযোজিত এলাকার জন্য ১০ কোটি টাকা আলাদা করে বরাদ্দ করার কথা ঘোষণা করা হয়েছিল। এবার সেই অনুযায়ী সংযোজিত এলাকার উন্নয়নের জন্য জোরকদমে কাজে নেমে পড়ল হাওড়া কর্পোরেশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে যে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন হাওড়া কর্পোরেশনের (Howrah Corporation) এই উদ্যোগে তা আরও একবার প্রমাণিত হয়ে গেল। হাওড়া কর্পোরেশনের উদ্যোগে সংযোজিত এলাকার মধ্যে ৪৫ নম্বর ওয়ার্ডের দুটি মাটির রাস্তাকে পুরোপুরি কংক্রিটের করা হচ্ছে। এর মধ্যে একটি রাস্তা শুক্রবার উদ্বোধন করেছেন হাওড়া পুরনিগমের প্রশাসক পর্ষদের চেয়ারম্যান ডাঃ সুজয় চক্রবর্তী। ছিলেন ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি-সহ আরও অনেকে। হাওড়ার ৬টি ওয়ার্ড সংযোজিত এলাকা হিসেবে চিহ্নিত। এলাকার রাস্তাঘাট, নিকাশি, পানীয় জলের মতো পরিষেবার আরও উন্নতি ঘটানো হবে। যার কাজও শুরু হয়ে গিয়েছে।