সংবাদদাতা, রায়গঞ্জ : উচ্চমাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একগুচ্ছ ব্যবস্থা নিচ্ছে বোর্ড। এবছরই প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষায় পরীক্ষাকেন্দ্রগুলিতে মোবাইল নিয়ন্ত্রণে থাকছে নয়া ডিভাইস সিস্টেম। যে সিস্টেম জানিয়ে দেবে পরীক্ষাকেন্দ্রের কোন ঘরে কতগুলি মেবাইল রয়েছে এবং সেই মেবাইলগুলির লোকেশনও।
আরও পড়ুন-বেআইনি হোর্ডিংয়ে কড়া হচ্ছে পুরসভা
নয়া এই সিস্টেম ও তার প্রয়োগ নিয়ে জানিয়েছেন জয়েন্ট কনভেনার। এবছর উত্তর দিনাজপুর জেলায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২৮,২৭৪ জন। উচ্চমাধ্যমিকের জয়েন্ট কনভেনার প্রসূনকুমার দত্ত বলেন, আমরা পরীক্ষার্থীদের জন্য সমস্ত ব্যবস্থা করেছি। প্রশাসনিক স্তরেও সমস্ত দফতর প্রস্তুত রয়েছে।