বিচারপতি গাঙ্গুলির নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

Must read

প্রতিবেদন : একের পর এক ধাক্কা। রাজ্যের বিরুদ্ধে একের পর এক নির্দেশ খারিজ উচ্চ আদালতে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (High Court- Abhiji Ganguly) সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চে। উত্তরবঙ্গে এক শিক্ষকের বদলির বিষয়ে গত ৪ অগাস্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (High Court- Abhiji Ganguly)। শুক্রবার সেই নির্দেশ খারিজ হয়ে গেল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে। কয়েকদিন আগেও প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে। এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও মান্যতা দেয়নি নিয়োগ মামলায় তাঁর একাধিক রায়কে। তাঁর বিচারের ক্ষেত্রও আগেই বেশ কিছুটা সঙ্কুচিত হয়েছে শীর্ষ আদালতের নির্দেশে। এবারে সিবিআই তদন্তের নির্দেশ সরাসরি খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চে।

আরও পড়ুন- হারের আক্রোশে নন্দীগ্রামে বিজেপির হামলা, আজ প্রতিবাদ মিছিল

Latest article