মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে পানীয় জলের সমস্যা মিটল শিলিগুড়িবাসীর

লোকসভা নির্বাচন (Loksabha election) পর্ব শেষ। বেশ কয়েকদিন ধরেই পানীয় জলের সমস্যায় নাজেহাল ছিল শহরবাসী

Must read

লোকসভা নির্বাচন (Loksabha election) পর্ব শেষ। বেশ কয়েকদিন ধরেই পানীয় জলের সমস্যায় নাজেহাল ছিল শহরবাসী। কিন্তু ভোট মিটতেই পানীয় জলের সমস্যার সমাধান হয়ে গেল শিলিগুড়িতে (Siliguri)। আজ, রবিবার বিকেল থেকেই তিস্তার জল শিলিগুড়ি পুরসভা সরবরাহ করবে বলে জানান মেয়র গৌতম দেব। পাঁচদিন ব্যাপী পানীয় জল সংকট চলছিল। রবিবার বিকেলে বাসিন্দাদের সকলের বাড়িতে পৌঁছল পানীয় জল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং (‌পিএইচই)‌ এবং সেচ দফতরের সঙ্গে শিলিগুড়ি পুরসভা ওই সমস্যা নিয়ে আলোচনা করে। পানীয় জল কিভাবে আবার আগের অবস্থায় ফিরবে সেই আঠা জানিয়ে দেন খোদ মুখ্যমন্ত্রী। তারপরই তিস্তা থেকে জল সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। সেই জল পরীক্ষা করে দেখা গিয়েছে পান করা যাবে।

আরও পড়ুন-৩ লাখ জরিমানা হল এক আইএএস কোচিং সেন্টারের

গৌতম দেব এই মর্মে বলেন, ‘একাধিক দফতর সহযোগিতা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে খোঁজ নিচ্ছেন। তাঁর সঙ্গে কথা হয়েছে। তাঁর হস্তক্ষেপে দ্রুত সমস্যার সমাধান হল। তাঁর নির্দেশ মতো কাজ হয়েছে।’ ২৫, ২৬, ২৭, ২৯, ৩৩, ৩৪, ৩৫, ২৮, ২০, ১৫ নম্বর ওয়ার্ডে পানীয় জল সরবরাহ হয়েছে। আজ বিকেল থেকে শিলিগুড়িতে পানীয় জল সরবরাহ স্বাভাবিক হয়েছে। বিকেল ৫টার মধ্যেই জল সরবরাহ স্বাভাবিক আকার ধারণ করে। তিস্তায় হড়পা বানের জেরে ব্যারেজের ক্ষতি হয়েছিল। সেটা মেরামতির জন্য তিস্তা থেকে জল সরবরাহ বন্ধ করা হয়েছে। ঠিক হতে এক মাস সময় লাগবে বলে জানা গিয়েছে।

 

Latest article