প্রতিবেদন : সবকিছু ঠিক থাকলে মরশুমের প্রথম ডার্বি (Derby) হতে পারে ১২ অগাস্ট শনিবার। কলকাতা লিগে দুই প্রধানের জুনিয়র দল খেলবে। মোহনবাগান, ইস্টবেঙ্গলের সিনিয়র দল প্রাক-মরশুম টুর্নামেন্ট শুরু করছে ডুরান্ড (Durand) দিয়ে। দু’বছর আগে থেকেই আইএসএলের সব দলের ডুরান্ডে অংশগ্রহণ বাধ্যতামূলক করেছে ফেডারেশন। আই লিগের দল ছাড়াও এবার নেপাল, ভুটান ও বাংলাদেশের সেনা দল অংশ নেবে ডুরান্ডে (Durand)। ২৪ দলের প্রতিযোগিতার খসড়া সূচি তৈরি। সূত্রের খবর, ১২ অগাস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। এখন পুলিশের অনুমতির অপেক্ষা। সেক্ষেত্রে কলকাতা লিগে মেগা ম্যাচের আগেই ডুরান্ডে দুই প্রধানের দ্বৈরথ দেখতে পাবেন বাংলার ফুটবলপ্রেমীরা। প্রতিযোগিতায় ২৪টি দলকে ছ’টি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল। মোহনবাগান, ইস্টবেঙ্গলকে একই গ্রুপে রাখা হচ্ছে।
আরও পড়ুন: সবজির দামে ছ্যাঁকা, মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নে বৈঠক মুখ্যসচিব-টাস্ক ফোর্সের সদস্যদের