উন্নয়ন সহ্য হয়নি, তাই টাকা আটকেছে বিজেপি

Must read

সংবাদদাতা, হাওড়া : ‘বাংলার উন্নয়ন সহ্য করতে পারছে না বিজেপি। আর সহ্য করতে না পেরে রাজ্যবাসীর প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। ১০০ দিনের প্রকল্পের কাজের টাকা ১৫ দিনের মধ্যে দিয়ে দেওয়ার কথা। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার প্রতিহিংসাপরায়ণ। তাই বাংলার উন্নয়ন দেখে খেপে গিয়ে সেই টাকা আটকে রেখেছে। কিন্তু কী করে ওই টাকা আদায় করতে হয় বাংলার মানুষ জানেন।’ শনিবার ডোমজুড়ের বালি জগাছা ব্লকে ভোটপ্রচারে বলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima bhattacharya)। তাঁর স্পষ্ট কথা, ‘মানুষের ন্যায্য অধিকারের টাকা আমরা ছিনিয়ে আনবই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে এ জন্য জোরদার আন্দোলন হবে। যতক্ষণ পর্যন্ত না মানুষের ন্যায্য টাকা আদায় হচ্ছে ততক্ষণ আমাদের সেই আন্দোলন চলবে।’ শনিবার বালি-জগাছা ব্লকের নিশ্চিন্দা ও অভয়নগর-দুর্গাপুর ১ নম্বর পঞ্চায়েত এলাকায় ভোটের প্রচার করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima bhattacharya)। তাঁর সঙ্গে ছিলেন হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক কল্যাণ ঘোষ, এলাকার জেলা পরিষদ প্রার্থী যুব তৃণমূলের রাজ্য সম্পাদক তুষার ঘোষ-সহ অনেকে। দুটি এলাকাতেই কর্মিসভা ও জনসভা করেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে বাংলাকে, বাংলার মানুষকে বঞ্চনার প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে জোরালো ভাষায় গর্জে ওঠার পাশাপাশি এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জনসংযোগও সারেন তিনি। তাঁর এই ভোটপ্রচারকে ঘিরে এলাকাবাসীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন: সবজির দামে ছ্যাঁকা, মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নে বৈঠক মুখ্যসচিব-টাস্ক ফোর্সের সদস্যদের

Latest article