প্রতিবেদন : রাজ্যের দুর্গাপুজোকে স্বীকৃতি দান করেছে ইউনেস্কো। সেই স্বীকৃতি উদযাপন করতে একাধিক কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। এবার ইউনেস্কোকে কৃতজ্ঞতা জানিয়ে পাল্টা প্রীতি উপহার দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সারা রাজ্যের পুজো কমিটির সঙ্গে বৈঠকের ফাঁকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন কলকাতার পুজো উদ্যোক্তাদের সংগঠন ‘ফোরাম ফর দুর্গোৎসবের’ সভাপতি শাশ্বত বসু মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দেন।
আরও পড়ুন-২৪ অগাস্ট বীরভূমে তৃণমূলের মহামিছিল
তাঁকে উত্তরীয় ও দুর্গা প্রতিমার একটি প্রতিকৃতি উপহার দেন। মুখ্যমন্ত্রী ওই প্রতিকৃতি ইউনেস্কোর প্রতিনিধিদের উপহার দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘‘এই উপহারটা আমি তথ্যসংস্কৃতি দফতরকে দিলাম। ওদের বলেছি পয়লা সেপ্টেম্বরের অনুষ্ঠানে ইউনেস্কোর প্রতিনিধিদের হাতে উপহার হিসাবে এটা তুলে দেওয়া হবে। সরকার এবং পুজো উদ্যোক্তা, আমার-আপনার সকলের তরফ থেকে এটা উপহার। আমাদের আরও কিছু আতিথেয়তাও থাকবে।’’ গত বছরই পশ্চিমবঙ্গের দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সেই মতো এবার দুর্গাপুজোকে সামনে রেখে পুজোর আগেই মেগা মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে থাকবে দুর্গাপুজোর নানান রং। উত্তর থেকে দক্ষিণ নানান ক্লাবের উপস্থিতি। থাকবে থিম ভাবনা, ধুনুচি নাচ, ঢাকির দল। সেই মিছিলের শেষেই ইউনেস্কোর প্রতিনিধিদের হাতে ওই উপহার তুলে দেওয়া হবে।