২৪ অগাস্ট বীরভূমে তৃণমূলের মহামিছিল

ইতিমধ্যে চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেলা তৃণমূল কংগ্রেসের সমন্বয়ের কাজ করছেন বিধায়ক বিকাশ রায়চৌধুরি।

Must read

সংবাদদাতা, বীরভূম : বীরভূম যে তৃণমূলের শক্ত গড়, তা বোঝা যাবে বোলপুরে বীরভূম তৃণমূল কংগ্রেসের মহামিছিলের পর। ইতিমধ্যে চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেলা তৃণমূল কংগ্রেসের সমন্বয়ের কাজ করছেন বিধায়ক বিকাশ রায়চৌধুরি। তিনি তিন মহকুমা বোলপুর, সিউড়ি ও রামপুরহাটের বিধায়কদের মধ্যে সমন্বয় সাধন করছেন।

আরও পড়ুন-প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে সাইকেলে ৫ তৃণমূল কর্মী

আর জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক হিসেবে দুবরাজপুরের তৃণমূল নেতা তথা দলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় সকলের সিদ্ধান্ত জনসমক্ষে বা দলের নেতা-কর্মীদের সামনে আনছেন। মলয় বলেন, এখানে তৃণমূলের শক্ত মাটি। সামনে ২৪ তারিখ বিজেপির অপশাসন, এজেন্সি নিয়ে রাজনীতি, দ্রব্যমূল্যবৃদ্ধি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যু নিয়ে মানুষের কাছে যাব। এক মহামিছিল হবে। লড়াইয়ের ময়দানে এক ইঞ্চি জায়গা ছাড়া হবে না। বিকাশ বলেন, মহকুমা ভিত্তিক বৈঠকের পর ২৪ তারিখ বোলপুরে মহামিছিল হবে। তারপর মহিলা সমিতির মিছিল হবে ব্লক থেকে বুথ স্তর পর্যন্ত। আমাদের সংগঠনের মজবুত পরিকাঠামো প্রস্তুত আছে। সে নিয়ে কোনও চিন্তা নেই। বীরভূমে তৃণমূলের শক্তি যেমন ছিল তেমনই আছে এবং তা আরও বাড়বে।

Latest article