প্রতিবেদন : মা মাটি। মাটিই হল মা। জীবন যত আধুনিক হচ্ছে ততই ছিন্ন হচ্ছে মাটির টান। কখনও ভিটে ছেড়ে ভিন দেশে। কখনও আবার মানুষের তৈরি দূষণে স্বাস্থ্য হারাচ্ছে মাটি। কমছে উর্বরতা শক্তি। অথচ মায়ের মতোই যত্ন প্রাপ্য মাটির। মাটির স্বাস্থ্য এবং জন্মভূমির মাটি রক্ষা এই দুই দিকই এবার ‘মা’ রূপে ধরা দিয়েছে উত্তর কলকতার কাশী বোস লেনে। এবার তাদের পুজো মণ্ডপে থাকবে মাটি সংরক্ষণের বার্তা।
আরও পড়ুন-নীলকণ্ঠ পাখির খোঁজে
নানা রঙের মাটি দিয়ে সেজে উঠছে মণ্ডপ। ৮৫ তম বর্ষে তাদের পুজোর থিম ‘মা’। সৃজন ও রূপায়ণে অদিতি চক্রবর্তী। পুজো উদ্যোক্তা ওয়েন্দ্রিলি শেঠ বলেন, মাটির সঙ্গে আমাদের টান খুবই গভীর। মাটিতেই আমাদের সৃষ্টি এবং ধ্বংস। অথচ আমরা মাটি ঠিকমতো রক্ষা করি না। জানিও না হয়তো। মাটিকেই মায়ের রূপ দিয়েছি আমাদের পুজোর থিমে। যেখানে কীভাবে মাটির যত্ন নিতে হবে এবং কী কী যত্ন নিতে হবে সবই বলা রয়েছে। শিল্পী তাঁর হাতের জাদুতে এক মণ্ডপের মধ্যেই মাটির দুটি দিকই তুলে ধরেছেন।
আরও পড়ুন-একলা চলো রে
মণ্ডপ তৈরি করতে সময় লেগেছে প্রায় ৪৫ দিন। সাবেকিয়ানা থেকে থিমের প্রতিযোগিতায় শামিল হলেও এই পুজোর আন্তরিকতা রয়েছে একই। সেখানে এতটুকু দাঁত ফোটাতে পারেনি আধুনিকতা। পুজোয় আট থেকে আশির সমান আগ্রহ। লেখাপড়া, চাকরি সামলে নতুন প্রজন্মের মেলবন্ধন এই পুজোয় যেন যথার্থ হয়ে উঠেছে মাটির টান।