সংসদে পেশ হল অর্থনৈতিক সমীক্ষা

Must read

অনন্ত গুছাইত, নয়াদিল্লি : অনুমানের চেয়ে কমবে আগামী অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধি। পূর্বঘোষিত ৯.২ শতাংশ থেকে কমে ২০২২-২৩ অর্থবর্ষে ভারত ৮ থেকে ৮.৫ শতাংশের অর্থনৈতিক বৃদ্ধি দেখতে পাবে। কেন্দ্রীয় বাজেটের একদিন আগে বার্ষিক অর্থনৈতিক সমীক্ষা এই পূর্বাভাস দিয়েছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) সোমবার সংসদে অর্থনৈতিক সমীক্ষা পেশ করেন। এতে সরকারের ২০২২-২৩ অর্থবর্ষের বাজেটের আগে দেশের অর্থনৈতিক অবস্থার বিবরণ দেওয়া হয়েছে।

আরও পড়ুন – কিছু ছাড় দিয়ে ৫ রাজ্যে অন্য নিষেধাজ্ঞা বহাল রাখছে কমিশন 

সেইসঙ্গে ২০২১-২২ আর্থিক বছরে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রের অবস্থার পাশাপাশি বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য সংস্কারের বিবরণ দেওয়া হয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৭.৩ শতাংশ পতন হয়েছে। সমীক্ষা বলছে, মহামারীর কারণে আগামী সময়ে অর্থনীতিতে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না বলে ধরে নিয়েই বৃদ্ধির হার অনুমান করা হয়েছে। বড় আকারের ভ্যাকসিন কভারেজ, সরবরাহ-সংযুক্ত সংস্কারের সুবিধা, নিয়ম সরলীকরণ, রফতানিতে দৃঢ় বৃদ্ধি এবং মূলধন ব্যয়বৃদ্ধির নমনীয়তা আর্থিক বৃদ্ধিকে উৎসাহিত করবে।

Latest article