২০ বুথে ভোটের নির্দেশ নির্বাচন কমিশনের

পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের।

Must read

প্রতিবেদন : পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের। ভোট গণনাপর্ব মিটে যাওয়ার পর ফের ২০ বুথে নির্বাচনের নির্দেশ দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। হাওড়া সাঁকরাইলের ১৫টি বুথে ভোটের দিন ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরে মঙ্গলবার ভোট গণনায় দেখা যায় সাঁকরাইলের ১৫ বুথেই তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন। পরে বিডিওর রিপোর্টের ভিত্তিতে ওই ১৫ বুথে নতুন করে ভোটের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন-রাজ্যপালকে কটাক্ষ শোভনদেবের

তবে শুধু সাঁকরাইল নয়, সিঙ্গুরের একটি বুথে এবং উত্তর ২৪ পরগনার ৪টি বুথেও পুনরায় ভোটগ্রহণ হবে বলে কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। গত শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন মোটের উপর শান্তই ছিল হাওড়া। বড় কোনও অশান্তির ঘটনা চোখে পড়েনি। কিন্তু সাঁকরাইলের একাধিক ভোটকেন্দ্রে বহিরাগত দুষ্কৃতীরা ব্যালট লুঠ করে বলে অভিযোগ। সেগুলি হল, মানিকপুর দর্জিপাড়া প্রাথমিক স্কুলের সাতটি বুথ, রশ্মিমহল শিশুশিক্ষা কেন্দ্রের একটি বুথ, সারেঙ্গা হাইস্কুল ও পল্লিশ্রী পাঠাগারের কয়েকটি বুথ। আর সে-কারণেই ওই ১৫ বুথের নির্বাচনকে কার্যত বাতিল ঘোষণা করে দেয় নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশন সাফ জানিয়েছে, সাঁকরাইলের এই ১৫টি, উত্তর ২৪ পরগনার ৪টি এবং সিঙ্গুরের একটি বুথে যে ভোটগ্রহণ হবে তাকে পুনর্নির্বাচন বলা হবে না। পঞ্চায়েত আইন অনুযায়ী নতুন করে ভোট নেওয়া হবে এই বুথগুলিতে।

Latest article