হাইকোর্টে বিশ্বভারতীকে জরিমানা

বুধবার অধ‍্যাপিকা শ্রুতি বন্দ‍্যোপাধ‍্যায় বনাম বিশ্বভারতী এবং অন‍্যান‍্য মামলার শুনানি ছিল বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে।

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : ফের হাইকোর্টে মুখ পুড়ল বিশ্বভারতীর। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য পঁচিশ হাজার টাকা জরিমানা করেন বিশ্বভারতীকে। আর সেই টাকা ১৫ দিনের মধ‍্যে কলকাতার ভারত সেবাশ্রম সংঘের তহবিলে দান করার নির্দেশ দেয় আদালত। চলতি বছরের ২৬ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। বুধবার অধ‍্যাপিকা শ্রুতি বন্দ‍্যোপাধ‍্যায় বনাম বিশ্বভারতী এবং অন‍্যান‍্য মামলার শুনানি ছিল বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে।

আরও পড়ুন-২০ বুথে ভোটের নির্দেশ নির্বাচন কমিশনের

সেদিন বিশ্বভারতীর প্রতি আদালতের ক্রুদ্ধ হওয়ার কারণ, ওই একই মামলায় তিনটিতেই বিশ্বভারতীর আইনজীবী অন‍্য ঘরে মামলা লড়ছেন বলে আদালতকে জানানো হয়। ফলে তিনি আসেননি। নির্দিষ্ট সময় বেলা তিনটে থেকে চারটে পর্যন্ত এক ঘণ্টা তিনটি মামলায় একই বক্তব্য ছিল বিশ্বভারতী নিয়োজিত আইনজীবীর। বিশ্বভারতীর বিপক্ষের আইনজীবীরা এই বিষয়টি তুলে ধরে বলেন, ডিভিশন বেঞ্চের নির্দেশে এই মামলার শুনানি। কিন্তু বিভিন্ন অছিলায় আগের তারিখগুলোতে শুনানি এড়িয়ে যেতে চাইছে বিশ্বভারতী। এর ফলে মামলার মীমাংসা বিলম্বিত হচ্ছে না। নষ্ট হচ্ছে আদালতের মূল‍্যবান সময়। সবকিছু দেখে অত‍্যন্ত ক্রুদ্ধ হন বিচারপতি। যদিও তার আগে তিনটি মামলায় তারিখ দিয়েছেন বিচারপতি। চতুর্থ মামলায় অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বিশ্বভারতীকে পঁচিশ হাজার টাকা জরিমানা করেন তিনি।

আরও পড়ুন-রাজ্যপালকে কটাক্ষ শোভনদেবের

বুধবার হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে চারটি মামলা নির্ধারিত ছিল। সেগুলি হল অধ‍্যাপিকা সবুজকলি সেন, সুগত চট্টোপাধ্যায়, শমিত রায় এবং অধ‍্যাপিকা শ্রুতি বন্দ‍্যোপাধ‍্যায়ের মামলা। উল্লেখ্য, এর আগেও অন‍্য একটি মামলায় বিশ্বভারতীকে বড় অঙ্কের টাকা জরিমানা করে আদালত। বিশ্বভারতীর সমাজকর্ম বিভাগের অধ‍্যাপিকা সুদেষ্ণা সাহা দুই যমজ বাচ্চা প্রতিপালনের ছুটি মঞ্জুর করায় এক বছর বাদে তদানীন্তন ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান দেবতোষ সিনহার বিরুদ্ধে চার্জশিট দেয় বিশ্বভারতী। অধ‍্যাপক সিনহা হাইকোর্টের শরণাপন্ন হলে, বিচারপতি কৌশিক চন্দ বিশ্ববিদ্যালয়কে এক লক্ষ টাকা জরিমানা করেন এবং আবেদনকারীকে এক মাসের মধ‍্যে তা মিটিয়ে দিতে নির্দেশ দেন।

Latest article