মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই সন্ত্রাসে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে নবান্ন। যাতে কোনওরকমের হিংসার ঘটনা না ঘটে

Must read

প্রতিবেদন : পঞ্চায়েত ভোটে রাজ্যের যেসব জায়গায় হিংসা ও রক্তপাত ঘটেছে সেখানে রং না দেখে দোষীদের কঠোর শাস্তি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশের পর দোষীদের খুঁজে বের করে তো তাদের শাস্তি দেওয়ার জন্য উদ্যোগী হল রাজ্য প্রশাসন। সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনায় যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার।

আরও পড়ুন-হাইকোর্টে বিশ্বভারতীকে জরিমানা

নির্বাচনী হিংসা সংক্রান্ত সব ধরনের তথ্য বিস্তারিতভাবে চেয়ে পাঠিয়ে সব জেলাশাসকদের চিঠি পাঠানো হয়েছে নবান্নের তরফে। পঞ্চায়েত নির্বাচনে হিংসা সংক্রান্ত মামলায় রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মানতে গেলে এই তথ্য দ্রুত প্রয়োজন। তাই জেলাশাসকদের দ্রুত ওই রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। রাজ্য স্বরাষ্ট্র দফতরের বিশেষ সচিব চিঠিতে নির্দেশ দিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করতে হবে। পাশাপাশি অশান্তির ঘটনায় যাঁরা আহত হয়েছেন তাঁদের তালিকা তৈরি করে স্বাস্থ্য দফতরের সঙ্গে সমন্বয় রেখে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ভোটে হিংসায় ক্ষতিগ্রস্তদের হাতে দ্রুত ক্ষতিপূরণ তুলে দিতে হবে। সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে যেসব অশান্তির ছবি এবং ভিডিও বিভিন্ন সমাজ ও সংবাদমাধ্যমে প্রকাশ্যে এসেছে তা নিয়ে জেলাশাসকদের কাছ থেকে ব্যাখ্যাও তলব করা হয়েছে।

আরও পড়ুন-২০ বুথে ভোটের নির্দেশ নির্বাচন কমিশনের

স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে নবান্ন। যাতে কোনওরকমের হিংসার ঘটনা না ঘটে। কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে যাতে স্কুল ও কলেজ বন্ধ না থাকে সেটাও দেখতে বলা হয়েছে। তাদের থাকার বিকল্প ব্যবস্থা করতে বলা হয়েছে। আদালতে জমা পড়া সমস্ত ভিডিও ছবি বা সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার ব্যাখ্যা প্রতিবেদন তৈরি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশিকায়।

Latest article