প্রতিবেদন : রাজ্য বিদ্যুৎ পর্ষদের (WBSEDCL- Electicity Bill) গ্রাহকদের তিন মাসের পরিবর্তে মাসিক বিল চালু করার বিষয়ে বিদ্যুৎ দফতর পদক্ষেপ করছে। পর্ষদের অধীনে থাকা কলকাতা পুরসভার চারটি ওয়ার্ডে পরীক্ষামূলক ভাবে মাসিক বিদ্যুতের বিল দেওয়ার পদ্ধতি চালু করা হচ্ছে বলে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন। বুধবার বিধানসভার উল্লেখ পর্বে সরকার ও বিরোধী পক্ষের একাধিক বিধায়ক মাসিক বিদ্যুৎ বিল চালু করার প্রস্তাব দেন। বিদ্যুৎমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে গ্রাহকদের একাংশ এবং জনপ্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছে। কিন্তু এর পক্ষে এবং বিপক্ষে দু’রকম মতামত পাওয়া গেছে। তাই পরীক্ষামূলক ভাবে কলকাতা পুরসভার ১১১, ১১২, ১১৩ এবং ১১৪ এই চারটি ওয়ার্ড এলাকায় মাসিক বিদ্যুৎ বিল (WBSEDCL- Electicity Bill) দেওয়ার ব্যবস্থা চালু করা হচ্ছে। সেখানকার গ্রাহকদের মধ্যে কেমন সাড়া পাওয়া যায় তা দেখে আগামী দিনে সারা রাজ্যে এই ব্যবস্থা চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে বেআইনি বিদ্যুৎ সংযোগ আটকাতে বিদ্যুতমন্ত্রী দলমত নির্বিশেষে বিধায়কদের সহায়তা চান। তিনি বলেন, অবৈধ হুকিংয়ের কারণে শুধুমাত্র সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে তাই নয়। দুর্ঘটনা ঘটে মানুষের প্রাণ যাচ্ছে। এব্যাপারে সরকার মানুষের মধ্যে সচেতনতা প্রচারকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। এই কাজে তিনি সকলের সহায়তা চান।
আরও পড়ুন-ইছামতীর বুকে বিসর্জন নিয়ে উচ্ছ্বাস বাড়ায় সতর্ক প্রশাসন