এসএসসি পুনর্গঠনে বিল পাশ

Must read

প্রতিবেদন : রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মী নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছ গতিশীল করতে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন পুনর্গঠন (SSC Reorganization Bill) এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে ২০১১ সালের পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন আইনের একটি সংশোধনী (SSC Reorganization Bill) বুধবার রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, পাবলিক সার্ভিস কমিশনের ওপর থেকে চাপ কমাতে স্টাফ সিলেকশন কমিশনকে শক্তিশালী রূপে পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিশন এখন থেকে গ্রুপ বি, গ্রুপ সির পাশাপাশি গ্রুপ ডি পদেও কর্মী নিয়োগ করবে। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগ করতে দু’ থেকে আড়াই বছর সময় লেগে যায়। রাজ্য স্টাফ সিলেকশন কমিশন পুনর্গঠনের মাধ্যমে এই সময় অনেকটাই কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন-পর্ষদ এলাকায় প্রতিমাসে বিদ্যুৎ বিল

Latest article