খাদ্যনালি থেকে বের করা হল ধাতব পদার্থ, এনআরএসে পুনর্জন্ম শিশুর

Must read

প্রতিবেদন : খেলতে গিয়ে বিপত্তি। খেলনা বন্দুকের স্প্রিং ও ধাতব অংশ গিলে ফেলে ৪ বছরের শিশু। প্রাণ সংশয়ের আশঙ্কা তৈরি হয়। জটিল অস্ত্রোপচার করে শিশুটিকে নতুন জীবন দিল এনআরএস হাসপাতাল (NRS Hospital)। নজির গড়ল সরকারি চিকিৎসা ব্যবস্থা। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা ওই শিশুটির মা পিয়ালী জানিয়েছেন, গত শনিবার সকালে খেলনা বন্দুক নিয়ে খেলছিল ছেলে।

কিছুক্ষণ পর এসে বলে, ‘‘মা আমি কিছু একটা গিলে ফেলেছি।” তড়িঘড়ি শিশুটিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক চিকিৎসকের কাছে। চিকিৎসক এক্স-রে করে দেখেন খাদ্যনালির মধ্যে আটকে রয়েছে একটি স্প্রিং এবং বন্দুকের ধাতব অংশ। তৎক্ষণাৎ শিশুটিকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরিস্থিতি জটিল হাওয়ায় শিশুটিকে স্থানান্তরিত করা হয় এনআরএস মেডিক্যাল কলেজে। কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা শিশুটির অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এক ঘণ্টার মধ্যে শিশুটির খাদ্যনালি থেকে বন্দুকের স্প্রিং এবং ধাতব অংশ বের করেন তাঁরা। সফল হয় অস্ত্রোপচার। নতুন জীবন পায় শিশুটি।

আরও পড়ুন – এবার পড়তে পড়তেই সরকারি অফিসে কাজ শেখার সুযোগ : ঘোষণা মুখ্যমন্ত্রীর 

অস্ত্রোপচারের পর চিকিৎসক প্রণবাশিস বন্দোপাধ্যায় বলেন, ‘‘এটি অত্যন্ত জটিল অস্ত্রোপচার। চিকিৎসার পরিভাষায় যাকে বলা হয় ইসোফেগাসকপি। এই অস্ত্রোপচারে একটা রিজিড টিউব মুখ দিয়ে ঢুকিয়ে খাদ্যনালিতে প্রবেশ করানো হয়। তারপরই ওই ধাতব অংশ এবং স্প্রিং বের করা হয়েছে। তবে ওই অস্ত্রোপচারে একটা ভয় থাকে। কোনওভাবে যদি রোগী আঘাত পায় এবং তার গাফিলতি করা হয় তাহলে রোগীর অবস্থা ধীরে ধীরে খারাপ হতে পারে। তবে এক্ষেত্রে অস্ত্রোপচার সফল হয়েছে। শিশুটি ভাল আছে।

ছেলের প্রাণ ফিরে পেয়ে খুশি শিশুটির মা পিয়ালী। সরকারি হাসপাতালের (NRS Hospital) চিকিৎসার প্রশংসা করেছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসকদের। হাসিমুখে ছেলেকে কোলে নিয়ে বলেন, ‘‘কয়েকদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে, বলেছেন ডাক্তারবাবু। ছেলেকে নিয়ে বাড়ি ফিরব।”

Latest article