সরকারি স্বীকৃতি তৃতীয় লিঙ্গের শিল্পীদের দিয়েছে প্রতিষ্ঠা

এখন ওঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁদের সমাজে সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করার জন্য।

Must read

অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ: ছোটবেলা থেকেই অভিনয় বড্ড প্রিয় স্বপন দেবনাথ, মদন দাস ও জয়ন্ত মণ্ডলের। বিভিন্ন সময়ে পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি টান তাঁদের নাটক, যাত্রাপালার মঞ্চে দক্ষ শিল্পী হিসেবে পরিচিতি দিয়েছে। কিন্তু বাধা কোথাও একটা থেকে গিয়েছে সমাজের বুকে। কারণ তাঁরা তৃতীয় লিঙ্গের। সমাজের একাংশের সেই দূরে ঠেলে দেওয়া বারবার তাঁদের মনকে আঘাত করছিল। কিন্তু অভিনয়ের প্রতি অদম্য আগ্রহ তাঁদেরকে মঞ্চ থেকে কখনও আলাদা করে রাখতে পারেনি। তাঁদের এই দক্ষতাকে স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার। লোকশিল্পী হিসেবে আজ তাঁরা প্রতিষ্ঠিত।

আরও পড়ুন-দিল্লি বিধানসভায় আস্থাভোটে জয় কেজরিওয়ালের

মিলেছে সরকারের দেওয়া পরিচয়পত্রও। এখন আর বাঁকাদৃষ্টি নয় বরং সরকার-স্বীকৃত শিল্পীর সম্মান পান তাঁরা। নিয়মিত ভাতা পাওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় তাঁদের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় সরকারি উদ্যোগে। যার ফলে খুশি তাঁরা। এসডিআইসিও শুভদীপ দাস জানান, যাত্রা, খনগান, মুখা নাচের মন্দোদরী, শূর্পণখা চরিত্রে ভাল কাজ করছেন এই জেলার ট্রান্স জেন্ডার লোকশিল্পীরা। লোকপ্রসার প্রকল্প শুরু হওয়ার পর তাঁরা ভাতা পাচ্ছেন। সরকারিভাবে বড় বড় মঞ্চে কাজ করার সুযোগও পাচ্ছেন। প্রতি অনুষ্ঠানেও সকলের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। এখন ওঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁদের সমাজে সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করার জন্য।

Latest article