আলেয়া ঘিরে অলৌকিকতার হুজুগ রিষড়ায়

এলাকার বহু পুরনো পদ্মপুকুর। আশপাশের প্রতিমা-বিসর্জন এখানেই হয়। স্থানীয়দের বিশ্বাস, তাঁদের কৃপাতেই পুকুর থেকে দিব্যজ্যোতির উত্থান। শুধুমাত্র রাতেই।

Must read

সংবাদদাতা, রিষড়া : হঠাৎ হঠাৎ রাতের অন্ধকারে জলাভূমির ওপর জ্বলে-ওঠা আগুন। কেউ ভাবে ভৌতিক কাণ্ড, কেউ ভাবে অলৌকিক। শুরু হয়ে যায় কল্পনার উড়ান। রবিবার রাত থেকেই এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হুগলির রিষড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর পদ্মপুকুরবাসী। সাধারণের ভিড় সামাল দিতে হিমশিম পুলিশও। এলাকার বহু পুরনো পদ্মপুকুর। আশপাশের প্রতিমা-বিসর্জন এখানেই হয়। স্থানীয়দের বিশ্বাস, তাঁদের কৃপাতেই পুকুর থেকে দিব্যজ্যোতির উত্থান। শুধুমাত্র রাতেই।

আরও পড়ুন-বিশ্বভারতী অধ্যাপককে ফের শোকজ নোটিশ

যদিও এমন কষ্টকল্পিত ভাবনার কোনও কারণ নেই। বহু বছর আগে প্রকৃতিবিজ্ঞানী গোপাল ভট্টাচার্যই এর কারণ খুঁজে লেখালিখি করে সচেতন করার চেষ্টা করেছেন। এটি আর কিছুই নয়, পুরোপুরি প্রাকৃতিক ঘটনা। একে বলে আলেয়া। জলাভূমিতে গাছপালা পচে তৈরি হয় মার্স গ্যাস। একে সোয়াম্প গ্যাসও বলে। এতে থাকে মূলত মিথেন এবং হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাই-অক্সাইড ইত্যাদি কিছু গ্যাস। যা বাতাসের সংস্পর্শে জ্বলে ওঠে। রিষড়া ইনস্টিটিউটের রথীন শীলও এটিকে অলৌকিক বা ভৌতিক নয় বলে উড়িয়ে দিলেন। জানালেন, একেই বলে আলেয়া। পুরনো পুকুরে পাঁক, পচে যাওয়া গাছপাতা থেকে তৈরি গ্যাস বায়ুর সংস্পর্শে জ্বলে ওঠে। রিষড়ার ৩ নম্বর পদ্মপুকুরে সেই আলেয়ারই দেখা মিলেছে।

Latest article