প্রতিবেদন : তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাদিবসে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের কুর্নিশ জানিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Supremo Mamata Banerjee)৷ একই সঙ্গে নেত্রীর বার্তা, আমাদের বৃহৎ গণতান্ত্রিক দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর প্রতি সুবিচার নিশ্চিত করতে হবে৷ সেটাই প্রধান লক্ষ্য৷ আমরা সাধারণ মানুষের সেবার জন্য উৎসর্গকৃত৷ এবং তাদের সার্বিক মঙ্গলের জন্য প্রতিশ্রুতিবদ্ধ৷ পয়লা জানুয়ারি রবিবার সাতসকালেই সোশ্যাল মিডিয়ায় নেত্রীর এই বার্তা ছড়িয়ে পড়ে৷ দলের ২৬তম প্রতিষ্ঠাদিবসকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, এই ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি৷ এই যাত্রাপথে আমাদের অগ্রাধিকার দেশমাতৃকার সম্মান ও বাংলা মায়ের স্বার্থ৷ দেশের সাধারণ মানুষের আবেগ আমাদের কাছে হৃদস্পন্দনের সমান৷ বাংলার মানুষের ভালবাসা আমাদের কাছে প্রাণপ্রিয়৷ আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের প্রতিটি কর্মীর আত্মত্যাগ এবং নিরলস প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছি৷ তাঁরাই আমাদের দলের সম্পদ৷ আমি তাঁদের সকলকে নতমস্তকে বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি, যাঁদের সঙ্গে আমাদের দল নতুন ভোরের আলো দেখেছিল৷
মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Supremo Mamata Banerjee) আরও লিখেছেন, আমাদের নতুন সদস্যদের আন্তরিক শুভ কামনা, যাঁরা বিভিন্ন রাজ্য থেকে এই মহান পথচলার সঙ্গী হয়েছেন৷ আমাদের প্রধান লক্ষ্য, এই বৃহৎ গণতান্ত্রিক দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর প্রতি সুবিচার নিশ্চিত করা৷ আমরা বরাবরের মতো সাধারণ মানুষের সেবার জন্য সর্বদা উৎসর্গকৃত ও তাঁদের সার্বিক মঙ্গলের জন্য প্রতিশ্রুতিবদ্ধ৷
আরও পড়ুন-আজ বৈঠকে গুরুত্বপূর্ণ ঘোষণা