সুমন পণ্ডিত, ঝাড়গ্রাম: সবরকমের সুযোগসুবিধা মেলে না এমন এক প্রান্তিক এলাকায় নিজের উদ্যোগে ব্যবসা শুরু করেছেন বিনপুর ব্লকের প্রত্যন্ত গ্রাম রতনপুরের কৃতী ছাত্রী স্বাগতা ভট্টাচার্য। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি হাতের কাজেও পারদর্শী ছিলেন। এমএ পাশ করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রতিভাকে কাজে লাগিয়ে মেটাল জুয়েলারি তৈরি শুরু করেন। এখন নিট পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছেন। সেই সঙ্গে চলছে ব্যবসা।
আরও পড়ুন-সিভিল সার্ভিসে সাফল্য দরিদ্র প্রান্তিক যুবকের
জাঙ্ক জুয়েলারির পাশাপাশি গত বছর প্রথম রাখি বানিয়ে সাড়া ফেলে দেন জঙ্গলমহলে। তবে গতবার সামান্য কয়েকটা রাখি বানান। এবার পুরোদমে রাখি বানিয়েছেন স্বাগতা। প্রতিদিন ঘরের কাজে ব্যবহৃত সাংসারিক সামগ্রী দিয়েই রাখি তৈরি করেছেন। এরপর মাটি ও মেটাল দিয়ে রাখি বানানোর ইচ্ছে আছে বলে জানান স্বাগতা। বাবা সামান্য কৃষক। মাঝেমধ্যে দু-চার ঘর যজমানি করেন। এভাবেই চলে সংসার। এই আয়েই মেয়েকে উচ্চশিক্ষিত করিয়েছেন। ফলে নিজের হাতখরচ জোগাড়ের চিন্তাভাবনা থেকেই ব্যবসা শুরু স্বাগতার। অনলাইনে গয়নার অর্ডার নিয়ে বানিয়ে দেন গ্রাহকের পছন্দমতো। পাশাপাশি আশপাশের এলাকা থেকেও অর্ডার আসে। এবার রাখি নিয়ে নতুন স্বপ্ন দেখছেন তিনি।