সিভিল সার্ভিসে সাফল্য দরিদ্র প্রান্তিক যুবকের

প্রতিবন্ধকতাকে জয় করে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হলেন বিনপুর ১ ব্লকের প্রত্যন্ত গ্রাম নয়াগ্রামের শেখ জাহির আব্বাস।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : প্রতিবন্ধকতাকে জয় করে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হলেন বিনপুর ১ ব্লকের প্রত্যন্ত গ্রাম নয়াগ্রামের শেখ জাহির আব্বাস। সিভিল সার্ভিস পরীক্ষায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার রেভিনিউ সার্ভিস গ্রুপের (এ জেনারেল) পরীক্ষায় ১১৪ র‍্যাঙ্ক করেছেন তিনি। ওবিসি কোটায় তাঁর র‍্যাঙ্ক ৯ বলেও জানান। জাবিরের এই সাফল্যে খুশি গ্রামবাসীরা তাঁকে ফুলে-মালায় সংবর্ধনা জানান মঙ্গলবার।

আরও পড়ুন-পিছিয়েও বাজিমাত ইস্টবেঙ্গলের

নয়াগ্রামের শেখ সেলিম ও মলিদা বিবির ছেলে শেখ জাহিরের এক ভাই আছে। বছর খানেক আগে দিদি মারা গিয়েছেন। ছোটবেলা থেকে আর্থিক কষ্টের মধ্যে বড় হলেও লেখাপড়ায় ভালই ছিলেন। বাবা দর্জির কাজ করতেন। কিন্তু প্রায় পাঁচ বছর সে কাজ আর করেন না। টিউশন করে সংসারের হাল ধরেছেন জাহির। বিনপুর হাইস্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ার পর আরও ভাল লেখাপড়ার জন্য মেদিনীপুরে আবাসিক থেকে গোবিন্দনগর মুসলিম হাইস্কুলে ভর্তি হন। সেখান থেকে ৮৭.২৫ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করার পর বাগনানের হাল্লান হাইস্কুল থেকে ৮১ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকেও উত্তীর্ণ হন।

আরও পড়ুন-ব্যাপক উদ্দীপনা তৃণমূল কর্মী-সমর্থকদের, চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি, ধূপগুড়িতে প্রচারে আসছেন অভিষেক

মেদিনীপুর কলেজ থেকে কেমিস্ট্রি অনার্সে পান ফার্স্ট ক্লাস। লেখাপড়ার পাশাপাশি যখন যেখানে থেকেছেন বাড়ি ভাড়া নিয়ে টিউশন পড়িয়ে নিজের হাতখরচের পাশাপাশি সংসার চালিয়ে নিয়েছেন। আব্বাস বলেন, ‘‘ছোটবেলা থেকে দেখতাম ভাল নম্বর পেলে মানুষ প্রশংসা করছেন। তখনই বুঝেছি লেখাপড়ার গুরুত্ব। বাবা-মার বিশ্বাস আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। সব সময় চেষ্টা করব মানুষ যাতে সরকারি পরিষেবা ঠিকমতো পান। এবার আমার লক্ষ্য ইউপিএসসি।’’

Latest article