পুণে, ২৭ মে : মেয়েদের টি-২০ চ্যালেঞ্জে নতুন কীর্তি গড়লেন কিরণ নাভগিরে। ২৫ বলে হাফ সেঞ্চুরি করে তিনি ভেঙে দিলেন শেফালি ভার্মার ৩০ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড। মেয়েদের ক্রিকেটে মহারাষ্ট্রের সোলাপুরের এই তরুণীর নাম শোনা যাচ্ছিল কয়েক মরশুম ধরেই। ২০১৬-তে ক্রিকেটে হাতেখড়ি তাঁর।
আরও পড়ুন-সরকারি জমি জবরদখল বিজেপি নেতার
সম্প্রতি সমাপ্ত সিনিয়র ওমেনস টি-২০ ট্রফিতে কিরণ নাগাল্যান্ডের হয়ে খেলে ৫২৫ রান করেছিলেন। টুর্নামেন্টে সবথেকে বেশি রান ছিল ২৬ বছরের এই ব্যাটারের। ঘরোয়া টুর্নামেন্টে মহারাষ্ট্র দলে নির্বাচিত না হওয়ায় কিরণ নাগাল্যান্ডের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। প্রথম ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে তিনি ৭৬ বলে ১৬২ রান করেছিলেন। নাগাল্যান্ড নক আউটে খেলতে পেরেছে নাভগিরের জন্যই।
আরও পড়ুন-সরকারি জমি জবরদখল বিজেপি নেতার
বৃহস্পতিবার ট্রেইলব্রেজার্সের হয়ে গ্রুপ লিগের শেষ ম্যাচে ভেলোসিটির বিরুদ্ধে টুর্নামেন্টের দ্রুততম হাফ সেঞ্চুরি করেন কিরণ। শেষপর্যন্ত তিনি ৩৪ বলে ৬৯ রান করেছেন। তাঁর এই ইনিংসে পাঁচটি চার ও পাঁচটি ছক্কা রয়েছে। পরে তিনি বলেন, ‘‘আমি ক্রিকেট খেলা শুরু করেছি এম এস ধোনির মতো ছক্কা মারব বলে। ধোনি ছক্কা মেরে বিশ্বকাপ জেতানোর পর আমাদের দেশের ক্রিকেট ও আমার মধো অনেক পরিবর্তন এসেছিল।” ভেলোসিটির অধিনায়ক দীপ্তি শর্মা জানিয়েছেন, কিরণকে নেটে ব্যাট করতে দেখেই তিনি বুঝেছিলেন, শেফালির মতোই বড় শট মারতে পারেন তিনি। ছ’বছর আগে ক্রিকেট শুরু করেও এতদিন প্রচারে আসতে পারেননি কিরণ। কিন্তু এই ইনিংস তাঁকে বড় ব্রেক দিতে পারে বলে মনে করা হচ্ছে।