বেঙ্গালুরু, ১১ ফেব্রুয়ারি : রুদ্ধশ্বাস নাটকের কাউন্টডাউন শুরু। প্রস্তুত আইপিএল নিলামের ধুন্ধুমার মঞ্চ। শুধু হাতুড়ির আওয়াজ শোনার অপেক্ষা। শনি ও রবিবার বেঙ্গালুরুতে সিলমোহর পড়ে যাবে দশ ফ্র্যাঞ্চাইজির পাঞ্জা লড়াইয়ে ক্রিকেটাররা কে কোথায় গেলেন, কত দাম পেলেন!
আরও পড়ুন-ধনুকভাঙা পণ
ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিরা কে কাদের ধরে রেখেছে, সেই লিস্ট সামনে এসেছে। দুই নতুন ফ্র্যাঞ্চাইজি আমেদাবাদ ও লখনউ তাদের দুই অধিনায়ক হার্দিক পান্দিয়া ও কে এল রাহুলের নাম ঘোষণা করে দিয়েছে। কিন্তু অন্তত তিনটি দল এই আইপিএলে তাদের নতুন অধিনায়কের খোঁজে রয়েছে। যেমন কেকেআর, আরসিবি ও পাঞ্জাব কিংস। শাহরুখ খানরা তাঁদের গতবারের দুই অধিনায়ক ইয়ন মরগ্যান ও দীনেশ কার্তিককে ছেড়ে দিয়েছেন। আরসিবির সমস্যা আবার বিরাট নেতৃত্ব ছেড়ে দেন বলে। আর পাঞ্জাব কিংসের গতবারের অধিনায়ক রাহুল এবার লখনউয়ের দায়িত্ব নিয়েছেন।
আরও পড়ুন-ডেরেকের প্রশ্ন, পাশ কাটালেন কৃষিমন্ত্রী
ফলে ভারতীয়দের মধ্যে যাঁদের বেস প্রাইস দু’কোটি, এমন কয়েকজনের নাম নেতৃত্বের দৌড়ে ভাসছে। যেমন শ্রেয়স আইয়ার। যাঁর দিল্লিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। ভাসছে শিখর ধাওয়ানের নামও। বিদেশিদের মধ্যে ডেভিড ওয়ার্নার নিশ্চিতভাবে নেতৃত্বের দৌড়ে থাকতেন। প্যাট কামিন্সও। কিন্তু অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর সেই সম্ভাবনা কমিয়ে দিয়েছে। স্মিথ, জাম্পা, ফিঞ্চদের মতোই ওয়ার্নার এবং কামিন্সকে আইপিএলের প্রথম দিকে পাওয়া যাবে না। দু’কোটির বেস প্রাইসে থাকা আর এক বিদেশিকেও দলে টানার লড়াই হতে পারে। তিনি হলেন কাগিসো রাবাডা। এবার মোট ৪৮ জন ক্রিকেটারের বেস প্রাইস ২ কোটি। জানা গিয়েছে, ২০১০-এর নিয়মানুযায়ী এবারের নিলাম অনুষ্ঠিত হবে। টাকার অঙ্কে পরপর আসবে ২ কোটি, ১.৫ কোটি, ১ কোটি, ৭৫ লাখ ইত্যাদি বেস প্রাইসে থাকা ক্রিকেটারদের নাম। ভাগ করা থাকবে টপ দেড়শো ক্রিকেটার, ব্যাটার, অলরাউন্ডার, বোলার ক্যাটাগরি। নিলাম শুরু সকাল ১১টায়।
আরও পড়ুন-‘বিরোধীশূন্য পুরসভা চাই না’, বীরভূমে নিরঙ্কুশ তৃণমূল
হিসাব অনুযায়ী, নিলামের আগে সিএসকের হাতে আছে ৪৮ কোটি। তারা রেখে দিয়েছে ধোনি, জাদেজা, ঋতুরাজ ও মঈন আলিকে। এরপর নিলামে নেওয়া যাবে সাত বিদেশি-সহ ২১ জনকে। দিল্লির হাতে ৪৭.৫ কোটি। ঋষভ, পৃথ্বী, আনরিখ নর্টজে ও অক্ষরকে ধরে রাখার পর এখন নেওয়া যাবে সাত বিদেশি-সহ ২১ ক্রিকেটারকে। কেকেআরের হাতে আছে ৪৮ কোটি। তারা রেখে দিয়েছে রাসেল, নারিন, বরুণ ও ভেঙ্কটেশ আইয়ারকে। কেকেআর ছয় বিদেশি-সহ নিতে পারবে ২১ জনকে। আরও যা তথ্য তাতে লখনউয়ের হাতে ৫৯ কোটি, মুম্বইয়ের হাতে ৪৮ কোটি, পাঞ্জাবের হাতে ৭২ কোটি, রাজস্থানের হাতে ৬২ কোটি, সানরাইজার্সের হাতে ৬৮ কোটি, গুজরাটের হাতে ৫২ কোটি ও আরসিবির হাতে ৫৭ কোটি টাকা রয়েছে। বিরাটের দল নিলামে সাত বিদেশি-সহ ২২ জনকে নিতে পারবে। তারা ধরে রেখেছে বিরাট, সিরাজ ও ম্যাক্সওয়েলকে। এরমধ্যে ম্যাক্সওয়েল কিন্তু এবার নেতৃত্বের বড় দাবিদার।
আরও পড়ুন-কংগ্রেসকে দুষলেন লালুপ্রসাদ
বিসিসিআই এবার দশজন ক্রিকেটারকে মার্কি প্লেয়ার হিসাবে রেখেছে। এঁরা হলেন ধাওয়ান, শামি, ডুপ্লেসি, ওয়ার্নার, কামিন্স, শ্রেয়স, অশ্বিন, ডি’কক, রাবাডা ও ট্রেন্ট বোল্ট। ৯০০ কোটির পার্স নিয়ে এবার দশ ফ্র্যাঞ্চাইজি আসরে নামলেও ইতিমধ্যেই ৩৮৪.৫ কোটি খরচ হয়ে গিয়েছে। দু’দিনে বাকি ৫১৫.৫ কোটিতে প্লেয়ার তুলতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। মোট ৫৯০ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে এই দু’দিনে। এরমধ্যে ৩৭০ জন ভারতীয় ও ২২০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতা যশ, রবি, রাজদের মতোই এবার ফ্র্যাঞ্চাইজিদের নজর থাকবে জুনিয়র ক্রিকেটারদের দিকে।