গত ৪ সেপ্টেম্বর দুপুরে কসবা রথতলা এলাকার বেসরকারি ইংরেজি মাধ্যম সিলভার পয়েন্ট স্কুলের ৫ তলা থেকে পড়ে মৃত্যু (Student Death- Kasba School) হয়েছিল শেখ শান নামে দশম শ্রেণির ছাত্রের। মৃত পড়ুয়ার বাবা চাঞ্চল্যকর অভিযোগ করে বলেছিলেন, স্কুলের শিক্ষিকারই দিনের পর দিন মানসিক চাপ দিয়েছিলেন তাঁর ছেলেকে। যার এমন মর্মান্তিক পরিণতি ঘটল। স্কুল কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলে তাঁর আরও দাবি, করোনা মহামারির সময় স্কুলের বেতন বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। তারপর থেকেই ছেলের উপর মানসিক চাপ বেড়েছিল স্কুলে।
এরপর তদন্তে নামে পুলিশ। তারই মাঝে গত বৃহস্পতিবার আচমকা কর্তৃপক্ষ আচমকা নোটিশ টাঙিয়ে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ ঘোষণা করে। এরপর পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। সেই ঘটনার সপ্তাহ কাটতে না কাটতেই এবার স্কুল খোলার দাবি জানালেন মৃত শেখ শানের বাবা। এ বিষয়ে স্কুলের প্রিন্সিপালের বক্তব্য, তাঁরাও ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে স্কুল খুলে পঠন-পাঠন চালু করতে চান। পুলিশ নির্দেশ দিলেই স্কুল খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রিন্সিপাল।
আরও পড়ুন-সুষ্ঠুভাবে পুজো পরিচালনায় বিধাননগরে প্রস্তুতি বৈঠক