হোয়াইটওয়াশ আটকানোর লড়াই

মিতালি স্বীকার করে নিচ্ছেন যে, তাঁর দলের বোলাররাই হতাশ করছেন। বিশ্বকাপ শুরুর ঠিক আগে এটা তাঁদের জন্য উদ্বেগের জায়গা।

Must read

কুইন্সটাউন, ২৩ ফেব্রুয়ারি: বিশ্বকাপের আগে জয়ের ছন্দে ফিরতে মরিয়া মিতালি রাজের ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম চারটি ম্যাচেই হেরে হোয়াইটওয়াশের মুখে ভারতীয় মেয়েরা। বৃহস্পতিবার কুইন্সটাউন ওভালে সিরিজের পঞ্চম তথা শেষ ওয়ান ডে। এই ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে আগামী মাসে বিশ্বকাপ অভিযানে নামতে চায় উওমেন ইন ব্লু।

আরও পড়ুন-জিতল চেলসি, এগিয়ে গিয়েও ড্র জুভেন্টাসের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

চলতি সিরিজে ভারতীয় বোলাররাই দলকে অস্বস্তিতে রেখেছেন। অধিনায়ক মিতালি, উইকেটকিপার-ব্যাটার বাংলার মেয়ে রিচা ঘোষ দারুণ ফর্মে থাকায় নিয়মিত স্কোরবোর্ডে বড় রান তুলছে ভারত। কিন্তু বোলাররা সম্মিলিতভাবে সেরাটা দিতে না পারায় দিনের শেষে হারতে হচ্ছে দলকে।

অধিনায়ক মিতালি স্বীকার করে নিচ্ছেন যে, তাঁর দলের বোলাররাই হতাশ করছেন। বিশ্বকাপ শুরুর ঠিক আগে এটা তাঁদের জন্য উদ্বেগের জায়গা। মিতালি বলেছেন, ‘‘আমরা পেস ও স্পিন আক্রমণের কিছু কম্বিনেশন গড়ার চেষ্টা করছি। পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখানে খোলা মাঠে প্রচণ্ড হাওয়া দেয়। এই পরিবেশে আমাদের বোলিং স্পেলে ধারাবাহিকতা থাকছে না।’’

Latest article