বঙ্গ

বিরোধী দলনেতার সঙ্গে লড়াই তুঙ্গে, ডিসেম্বর ধামাকা উড়িয়ে দিলেন রাজ্য সভাপতি

প্রতিবেদন : ডিসেম্বর ধামাকা যে আসলে বিজেপির ফাঁকা আওয়াজ মঙ্গলবার বিধানসভায় নিজেই ফাঁস করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, ডিসেম্বরে কী হবে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সুকান্ত পরিষ্কার বলে দেন, যিনি একথা বলেছেন তিনিই বলতে পারবেন, তাঁকে জিজ্ঞেস করুন।

আরও পড়ুন-নীল হাঁড়িতে সাদা রসগোল্লা

এই ঘটনাই নয়, এদিন বিধানসভায় সুকান্ত বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করতে আসবেন খবর পেয়ে তার আগেই বিধানসভা ছেড়ে চলে যান শুভেন্দু, যাতে রাজ্য সভাপতির মুখোমুখি হতে না হয়। সবটা শোনার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপিতে সার্কাস চলছে। ডিসেম্বরের উত্তর শুভেন্দুই দিতে পারবেন এই বলে এদিন সুকান্ত কার্যত বিরোধী দলনেতার ঘাড়েই এর যাবতীয় দায় চাপিয়ে দিয়েছেন। গত কয়েকমাস ধরে শুভেন্দুই তো ক্রমাগত বলছেন, দেখুন না ডিসেম্বরে কী হয়। এই সরকার আর থাকবে না। ফলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন তাই শুভেন্দুর ঘাড়েই এর দায় চাপিয়ে নিজে চাপমুক্ত হতে চেয়েছেন। যদিও কিছুদিন আগে পর্যন্ত সুকান্ত নিজেও বিরোধী দলনেতার পদাঙ্ক অনুসরণ করে আস্তিন গুটিয়ে বলছিলেন, দেখুন না ডিসেম্বরে কী হয়। যখন তিনি বুঝতে পেরেছেন শুভেন্দু তাঁকেই বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে ঠেলে সরিয়ে নিজে সভাপতি হওয়ার ছক কষেছেন, দিল্লির নেতাদের ক্রমাগত ভুল বোঝাচ্ছেন তাঁর বিরুদ্ধে, তখন থেকেই শুভেন্দুকে এড়িয়ে চলছেন সুকান্ত। সংবাদমাধ্যমের সামনে এখনও পর্যন্ত সৌজন্যের মোড়ক থাকলেও দু’জনের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে।

আরও পড়ুন-মেসি কত নিঃসঙ্গ, বুঝলাম এই হারে

বারবার প্রকাশ্যে এসেছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এবার বিধানসভার অলিন্দেও দেখা গেল সেই কোন্দল। মঙ্গলবার, বিধানসভায় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের আসার কথা ছিল। কথা ছিল দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করবেন। কিন্তু শুভেন্দু অধিকারী কাউকে কিছু না জানিয়েই বিধানসভা থেকে বেরিয়ে যান। মাত্র হাতেগোনা কয়েকজন বিধায়ক ছিলেন সেসময়। সূত্রের খবর, রাজ্য সভাপতির সঙ্গে যোগাযোগ করে তিনি অনুপস্থিত থাকবেন এটুকু জানানোর ন্যূনতম সৌজন্যটুকুও দেখাননি শুভেন্দু।

আরও পড়ুন-আজ জমির পাট্টা দেবেন মুখ্যমন্ত্রী

যদিও, দলীয় কোন্দল ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা চালিয়ে যান সুকান্ত। তবে, সুকান্ত যাই-ই বলুন না কেন, শাক দিয়ে মাছ আর ঢাকা যাচ্ছে না। বিজেপির কোনও কর্মসূচিতেই এক মঞ্চে দেখা যাচ্ছে না দু’জনকে। এই বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, বিজেপিতে সার্কাস চলছে। গতকাল শুভেন্দু ৪৭ জন লোক নিয়ে সভা করেন। সেখানে সুকান্তর আসার কথা থাকলেও, মাঝপথ থেকে ফিরে যান। আর আজ বিধানসভায় যৌথ সাংবাদিক বৈঠক করার কথা থাকলেও, বিজেপির রাজ্য সভাপতির পৌঁছনোর আগেই চলে যান শুভেন্দু। সার্কাস চলছে। সামনে ডিসেম্বর আসছে, এরকম অনেক সার্কাস দেখা যাবে।

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

9 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

9 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

9 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

9 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

9 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

9 hours ago