পয়লা বৈশাখে ‘বাংলা দিবস’ (West Bengal Foundation Day) হিসেবেই পালন করা হবে। কে সমর্থন করল কে না করল কিছু যায় আসেনা। আমরা পয়লা বৈশাখেই পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Foundation Day) হিসেবে পালন করব। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কী কারণে পয়লা বৈশাখেই বেছে নিলেন মুখ্যমন্ত্রী তা বিস্তারিত জানিয়েছেন।
কেন পয়লা বৈশাখেই পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Foundation Day) পালন করা হবে? মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন হালখাতার মধ্য দিয়ে মানুষ শুভ কাজ শুরু করেন সেই কারণে এই দিনই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করতে চাই। একইসঙ্গে আবারও রাজ্যপালকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল সই না করলে আমার কিছু যায় আসে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি জানালেন, রাজ্যপালের শক্তি বেশি নাকি নির্বাচিতদের শক্তি বেশি দেখব। রাজভবনকে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন না করতে।
আরও পড়ুন- প্রতিবাদ কর্মসূচির অনুমতি চেয়ে নতুন করে দিল্লি পুলিশকে চিঠি তৃণমূল কংগ্রেসের