সংবাদদাতা, মহিষাদল : গ্রাম উন্নয়নের কাজে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচের নিরিখে রাজ্যে প্রথম হল মহিষাদল পঞ্চায়েত সমিতি (Mahishadal Panchayat Samiti)। খরচের পরিমাণ ৯৯.১৭ শতাংশ। অন্যদিকে এই পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়ন কাজের নিরিখে এই ব্লক রাজ্যে পঞ্চম স্থানে রয়েছে। পঞ্চায়েত সিস্টেমে টায়েড, আনটায়েড— দু’ধরনের ফান্ডে উন্নয়নমূলক কাজ হয়ে থাকে। টায়েড ফান্ডে সাবমারসিবল বসানো, নিকাশি, শৌচাগার নির্মাণ কাজগুলি হয়ে থাকে। আনটায়েড ফান্ডে রাস্তা, বাড়ি, মার্কেট কমপ্লেক্স, কর্মতীর্থ, পার্ক, বিদ্যুতায়ন, সেতু নির্মাণ ইত্যাদি কাজগুলি হয়। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির (Mahishadal Panchayat Samiti) সভানেত্রী শিউলি দাস বলেন, আমরা সারা বছর উন্নয়ন কাজের সঙ্গে থাকি। মানুষকে যথাসাধ্য পরিষেবা দিতে আমরা দায়বদ্ধ। মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী বলেন, এই সাফল্য মহিষাদলবাসীর সকলের সাফল্য।
আরও পড়ুন- বিদ্যুৎ উৎপাদনে দেশে দু’নম্বরে সাঁওতালডিহি : অরূপ বিশ্বাস