প্রতিবেদন : ঐতিহাসিক পরিবর্তন হতে চলেছে। বদলে যাচ্ছে ভারতীয় নৌবাহিনীর পতাকা (flag)। শুক্রবার নতুন পতাকার আনুষ্ঠানিক উন্মোচন হওয়ার কথা। ১৯২৮ সাল থেকে প্রথম শুরু হয় নৌবাহিনীতে পতাকার ব্যবহার।
আরও পড়ুন-সাবেক সোভিয়েতের শেষ প্রেসিডেন্ট গর্বাচেভ প্রয়াত
২০০১ সালে প্রথমবার ওই পতাকা বদল করা হয়েছিল। ২০০৪ সাল পর্যন্ত তা ব্যবহার করেছিল ভারতীয় নৌবাহিনী। সেই সময় নতুন পতাকা নিয়েও আপত্তি ওঠে। বলা হয়, পতাকার রং আর মেঘের রং প্রায় এক হয়ে যাচ্ছে। ফলে দূর থেকে আসা জাহাজের পক্ষে সেই পতাকা শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। ওই আপত্তির কারণে পুরনো পতাকাই ফিরিয়ে আনা হয়। এবার সেই পতাকাই চিরবিদায় নিতে চলেছে।