রাজকোট, ২৮ সেপ্টেম্বর : বিশ্বকাপের আগে চোট সারিয়ে দলে ফেরা কে এল রাহুল ও জসপ্রীত বুমরার ফর্ম দেখে খুশি রাহুল দ্রাবিড়। একই সঙ্গে টিম ইন্ডিয়ার হেড কোচ জানাচ্ছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের ছন্দ কাপ অভিযানেও ধরে রাখতে চান।
আরও পড়ুন-মানবতার মৃত্যু যোগীরাজ্যে, বেসরকারি হাসপাতালের বাইরে ফেলে দেওয়া হল রোগীকে
দ্রাবিড় বলেন, রাজকোটের হার নিয়ে আমি চিন্তিত নই। আসল কথা হল, দলের প্রতিটি ক্রিকেটার সঠিক ম্যাচ টাইম পাচ্ছে কিনা। বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টের আগে যত বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে, ততই ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়বে। একই সঙ্গে দলও উন্নতি করবে। একটা সময় বুমরা ও রাহুলের বিশ্বকাপ খেলা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। যদিও চোট সারিয়ে জাতীয় দলে ফিরে দু’জনেই চেনা মেজাজে।
দ্রাবিড় বলছেন, বুমরা দুটো ম্যাচে নিজের ১০ ওভারের কোটা সম্পূর্ণ করেছে। ওকে চেনা ফর্মে বল করতে দেখে ভাল লাগছে। একই কথা প্রযোজ্য রাহুলের ক্ষেত্রেও। চোট সারিয়ে প্রায় ৬-৭ মাস পর দলে ফিরে দারুণ ব্যাটিং করছে। পুরো পঞ্চাশ ওভার কিপিংও করছে। শ্রেয়স আইয়ারও চোটমুক্ত হয়ে মাঠে নেমে নিজের নামের প্রতি সুবিচার করছে। এগুলো দলের ইতিবাচক দিক। আমি চাই, বিশ্বকাপেও ওরা এই ফর্ম বজায় রাখুক। তাহলেই কাপ জেতা সম্ভব।
আরও পড়ুন-এশিয়ান গেমস: ৫ দিনে ভারতের ঝুলিতে ২৫টি পদক, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
একই সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন ও মহম্মদ সিরাজের প্রশংসা করে দ্রাবিড় বলেন, সিরাজ গত কয়েক মাস ধরেই দারুণ বোলিং করছে। আর অশ্বিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো ম্যাচে যা বোলিং করল, তাতে আমি মুগ্ধ। এদিকে, শনিবার গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। বৃহস্পতিবারই রাজকোট থেকে গুয়াহাটি পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল।