সংবাদদাতা, আলিপুরদুয়ার : এ যেন দল ভাঙার ‘সুনামি’। পুরভোটের আগে হু হু করে ফাঁকা হয়ে যাচ্ছে বিজেপির ঘর। অনুন্নয়ন আর দুর্নীতি এবার মেনে নিতে পারছেন না দলের একাংশ। তাই উন্নয়নের শামিল হতে বিজেপির একের পর এক পুরনো নেতারা হাত ধরছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে বিজেপির ঘর। আর তাতেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে পদ্ম শিবিরের শীর্ষস্থানীয়দের। ফালাকাটায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগ দিলেন বিজেপি নেতা গৌতম সরকার। যে সময় এই রাজ্যে বিজেপিকে মানুষ খুব একটা চিনত না, সেই সময় ফালাকাটার একটি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান ছিলেন তিনি। এ-ছাড়াও পরবর্তীতে বিজেপির বহু সাংগঠনিক দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলেছেন গৌতমবাবু। তৃণমূলে যোগ দেবার আগে পর্যন্ত ফালাকাটা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিজেপির কো-কনভেনর ছিলেন তিনি।
আরও পড়ুন – ঐক্যের বার্তা দিয়ে মনোনয়ন পেশ
সোমবার তৃণমূলে যোগ দিয়ে গৌতমবাবু জানান, বিজেপি সত্যিকারের কর্মী ও নেতাদের এখন দলে গুরুত্ব দেয় না, আমার মতো পুরনো কর্মী ফালাকাটার বুকে দলের সংগঠন তৈরি করে মজবুত করেছিলাম। দলের স্বার্থে কারাবাস করতে হয়েছে আমাকে। তবু আমাকে কাজ করতে দেওয়া হচ্ছিল না। তাই মুখ্যমন্ত্রীর উন্নয়নের শরিক হতেই তৃণমূলে যোগ দিলাম। গৌতমবাবু তৃণমূলে যোগ দেওয়ায় ফালাকাটার ভাগীরথী মণ্ডলের জয়ের ব্যবধান যে একলাফে অনেকটাই বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। এ-বিষয়ে ফালাকাটা ব্লক তৃণমূল সভাপতি সুভাষ রায় বলেন, গৌতম তৃণমূলে যোগ দেওয়ায় এলাকায় আমাদের প্রার্থীদের জয়ের ব্যবধান অনেকটাই বাড়বে।