দুর্গাপুর : ‘শ্যুট-বুট নয়, ২০২৪-এ দিল্লি দখল করবে হাওয়াই চটি। এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সেই সরকার হবে মানুষের সরকার। আমরা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে খুবই ভালো খেলেছি, ২০২৪-এর লোকসভা নির্বাচনে আরও অনেক ভালো খেলব।’ রবিবার রাখিবন্ধন উৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যয়ের কথা জানালেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ।
আরও পড়ুন-রক্তদানের সঙ্গেই দুঃস্থদের সেলাই মেশিন, সাইকেল ভ্যান বিতরণ
খনিশহর পাণ্ডবেশ্বর ব্লকের বাঁকোলা রক্তকরবী মুক্তমঞ্চে এই যুবনেত্রীকে সংবর্ধনা জানানো হয়। পরে সাংবাদিকদের সায়নী বলেন, ‘২০২৪ সালে বিজেপি সাফ হয়ে যাবে। আপাদমস্তক সাম্প্রদায়িক এই দলের প্রত্যেকে যেভাবে মহিলাদের অপমান করেছেন, তার জবাব তাঁরা বিধানসভা নির্বাচনে পেয়ে গেছেন। প্রধানমন্ত্রী বিকৃত স্বরে ডেকে জননেত্রীকে অপমান করেছেন, তা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। রাজ্যের মহিলারা সেই অপমান মেনে নেবেন না। আগামী লোকসভা পর্যন্ত মোদিজির যা ইচ্ছে করে নিন, তারপর তাঁরা কোথায় যান, সেটাই দেখবে দেশের মানুষ।’ এদিন অভিনেত্রী-নেত্রীকে সংবর্ধনা জানান, পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসি-র সভাপতি অভিজিৎ ঘটক, পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সম্প্রতি বিজেপি-আশ্রিত দূষ্কৃতীদের হাতে পাণ্ডবেশ্বরের পন্থনগরে নিহত হন দিলীপ তুড়ি নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী। এদিন সায়নী তাঁর স্ত্রীর হাতে এক লক্ষ টাকার চেক দেন।
আরও পড়ুন-১০ কোটি টাকা তছরুপের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
উল্লেখ্য, দিনকয়েক আগে জিতেন্দ্র তেওয়ারি পাণ্ডবেশ্বরে অসুস্থ বিজেপি নেত্রী সোনালি গিরিকে দেখতে এলে বিক্ষোভের মুখে পড়েন। এদিন সেই সোনালীদেবী প্রায় পাঁচশো সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।