রাজ্যপাল কোনও বিলই দিনের পর দিন আটকে রাখতে পারেন না, সাফ জানাল সুপ্রিম কোর্ট

Must read

রাজ্যপাল (Supreme Court- Governor) দিনের পর দিন কোনও বিলই আটকে রাখতে পারেন না। বিলে সম্মতি না থাকলে তা ফেরত পাঠিয়ে দিতে হবে রাজ্য বিধানসভায়। কিন্তু অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যাবে না। পরিষ্কার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। পাঞ্জাব সরকারের করা মামলার প্রেক্ষিতে এই রায় দিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চ। রাজ্যপালের উদ্দেশে বিচারপতিরা সাফ জানিয়ে দিয়েছেন, জনপ্রতিনিধি নন রাজ্যপাল। সেই কারণে সরকারের আইন প্রণয়নের কাজে রাজ্যপাল বাধা দিতে পারেন না।

গতকাল বৃহস্পতিবারই দেশের সর্বোচ্চ আদালতের (Supreme Court- Governor) ওয়েবসাইটে এই রায়ের কপি আপলোড করা হয়েছে। সেখানে পাঞ্জাবের রাজ্যপালকে তুলোধোনা করে বলা হয়েছে, বিলে সম্মতি নাই থাকতে পারে রাজ্যপালের তাই বলে বিল স্থগিত রেখে আটকে রাখতে পারবেন না। বিলটি বিধানসভায় ফেরত পাঠিয়ে দিতে হবে। এই রায় পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যের জন্য তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র বাংলার রাজভবনে এখনও ২২টি বিল আটকে রয়েছে।

আরও পড়ুন- লগ্নি মসৃণ করতে বেশ কয়েকটি দফতরকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

নিয়মানুসারে, রাজ্যপালের কাছে বিল পাঠানো হলে তাতে সই করে সম্মতি দিতে পারেন অথবা অসম্মত হলে বিলটি বিধানসভায় ফেরত পাঠিয়ে দিতে পারেন অথবা রাষ্ট্রপতির কাছে বিলটি বিবেচনার জন্যও পাঠাতে পারেন। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় রাজ্যপাল এসব কিছুই করেন না। অযথা বিলগুলি আটকে রেখে দেন। তবে এবার থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিল আটকে রাখা যাবে না। কোনও একটা পদক্ষেপ করতেই হবে।

Latest article