প্রতিবেদন : বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে রাজভবন। সৌজন্যে রাজ্যের বর্তমান রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar)। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রামপুরহাট-কাণ্ড নিয়ে তিনি বিজেপি নেতাদের ভাষাতেই কথা বলছেন। বিজেপি নেতাদের অঙ্গুলিহেলনেই চলছেন তিনি। মুখ্যমন্ত্রী চিঠির জবাবে বুধবার তিনি পাল্টা একটি চিঠি দেন মুখ্যমন্ত্রীকে। বুধবার সন্ধ্যায় তিনি কলকাতায় ফিরে আসেন। তখন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি এই বিষয়ে একটি শব্দও বলব না। কারণ, প্রধানমন্ত্রী নিজেই বলে দিয়েছেন। এই বিষয়ে তাঁর ভাবনা স্পষ্ট। আমি নিশ্চিত, আপনারা সবাই তা শুনেছেন। এই ধরনের হত্যাকাণ্ড আমরা সাম্প্রতিক অতীতে দেখিনি। তিনি এর প্রতিবাদ করেছেন।’’ রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar) সেই সঙ্গে আরও বলেন, ‘‘তিনি (প্রধানমন্ত্রী) আমাদের অনুভূতিকে স্পর্শ করেছেন। মহিলা ও শিশুদের জ্যান্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে। গণতন্ত্রে এর থেকে কষ্টের আর কিছু নেই। এই বিষয়ে এর বেশি আমি আর কিছু বলব না।’’ এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, রাজ্যপালের মন্তব্যে অন্য দলের সুবিধা হচ্ছে।
আরও পড়ুন: কাজ শুরু, গ্রিন সিটির লক্ষ্যে কোচবিহার