প্রতিবেদন : ফের এক্তিয়ার বহির্ভূতভাবে বিশ্ব বিদ্যালয়ের কাজে নাক গলানোর চেষ্টা রাজ্যপালের। রাজ্যজুড়ে বিশ্ববিদ্যালয়গুলির সিনিয়র অধ্যাপকদের নিয়ে ডেটাব্যাঙ্ক তৈরি করার উদ্যোগ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাই রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন করে সিনিয়র অধ্যাপকদের নাম চেয়ে পাঠালেন রাজ্যপাল। আর এই খবর প্রকাশ্যে আসতেই সংঘাতের বাতাবরণ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-শিলাবৃষ্টিতে হাজার হাজার বিঘে জমির ধান নষ্ট
এদিকে সমস্ত উপাচার্যদের কাছে রাজভবন থেকে ই–মেইল করে নাম জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। সেখানে সিনিয়র অধ্যাপকদের নাম জানান বলে উল্লেখ করা হয়েছে। রাজভবনে থেকে ই–মেল আসতেই উচ্চশিক্ষা দফতরের মতামত চেয়েছেন একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। বিষয়টি কানে গিয়েছে শিক্ষামন্ত্রীর। যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমরা এই বিষয় সম্পর্কে অবগত নই।’ সুতরাং উপাচার্যরা সিনিয়র অধ্যাপকদের নাম পাঠাবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।