সংবাদদাতা, বারাসত : ‘রাজ্যপাল তাঁর কাজ না করে তার এক্তিয়ারের বাইরে গিয়ে মন্তব্য করছেন। তিনি সবসময় চান, রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে। রাজ্যপালের কাজ ছেড়ে দিয়ে তাঁকে বিজেপি-সভাপতি করা উচিত।’ রাজ্য পুলিশ নিয়ে রাজ্যপালের টুইটের প্রতিক্রিয়ায় মন্তব্য করলেন বারাসতের চিকিৎসক সাংসদ কাকলী ঘোষদস্তিদার। শনিবার, বারাসতের ৪ নম্বর ওয়ার্ডে রবীন্দ্র-নজরুল স্মরণসন্ধ্যায়। রাজ্যে অশান্তির জন্য এদিন কার্যত রাজ্যপাল ও জেপি নাড্ডাকেই দায়ী করলেন কাকলি।
আরও পড়ুন-করোনায় পরীক্ষা বাতিল, বন্ধ কলেজ
বিজেপির উসকানিতে কর্ণপাত না করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বানও জানিয়েছেন তিনি। বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় মহিলা সভাপতি বলেন, ‘বিজেপি সর্বদা ধর্ম নিয়ে রাজনীতি করে। একজন ধর্মাবলম্বী মানুষকে আরেকজন ধর্মাবলম্বী মানুষ তাঁর ধর্ম নিয়ে বাজে মন্তব্য করতে পারেন না। আমাদের দেশের সংবিধান সেই কথা বলে না। উনি ভারতীয় সংবিধানের অবমাননা করেছেন। তাই তাঁকে গ্রেফতারের কথা বলেছেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরাও নেত্রীর এই মন্তব্যকে সমর্থন করি।’ সামনেই পঞ্চায়েত নির্বাচন। সেকথা মাথায় রেখে কর্মীদের মানুষের দুয়ারে গিয়ে জনসংযোগ ও রাজ্য সরকারের প্রকল্পের প্রচার করতে বলেন। সেই সঙ্গে আরও সঙ্ঘবদ্ধ হয়ে দলীয় শক্তিবৃদ্ধির আহ্বান জানান। অনুষ্ঠানে বারাসত পুরপ্রধান অশনি মুখোপাধ্যায় ও অন্যান্য তৃণমূল নেতৃত্ব ছিলেন।