আর কেউ এতটা সাফল্য পাননি
কপিল শর্মা। নামটাই যথেষ্ট। এই মুহূর্তে তাঁকে মনে করা হয় ভারতীয় কমেডি জগতের বেতাজ বাদশা। ছোটপর্দার একটি জনপ্রিয় রিয়েলিটি শো থেকে তিনি উঠে এসেছেন। দর্শকদের হাসিয়ে সেই শোয়ে হয়েছিলেন চ্যাম্পিয়ন। মনে করা হয়, রাজু শ্রীবাস্তবের পরে স্ট্যান্ড আপ কমেডিতে কপিল ছাড়া আর কেউ এতটা সাফল্য পাননি। কোনও কোনও ক্ষেত্রে তিনি ছাপিয়ে গেছেন রাজুকেও। কারণ কপিলের নামে চলছে জমজমাট কমেডি শো। সেই ২০১৩ সাল থেকে।
আরও পড়ুন-বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণ, পান্ডা মোদির দলের কর্মী
অসামান্য হাস্যরস
প্রথম সিজনে শোয়ের নাম ছিল ‘কমেডি নাইটস উইথ কপিল’। তখন পরিবারের সদস্য ছিলেন দুজন। কিকু ও সুনীল গ্রোভার। তাঁদের কাণ্ডকারখানা দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে যেত দর্শকদের। শাশুড়ি-বৌমার কূটকচালি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলেন দর্শকরা। তাঁদের কাছে কপিলের শো ছিল তাজা বাতাসের মতো। সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছুই। পরবর্তীকালে হয়ে উঠেছে আরও ঝাঁ-চকচকে। বিভিন্ন সময় স্বপ্নার বিউটি পার্লার, মসুর গুলাটির হাসপাতাল, চন্দুর চায়ের দোকান ছিল শোয়ের অন্যতম আকর্ষণ। গত দশ বছরে কয়েকবার বদলেছে নাম। বদল ঘটেছে পরিবারের সদস্যদের। তবে একইরকম থেকে গেছেন কপিল। সরল হাসি এবং অসামান্য হাস্যরস ছড়িয়ে। এগিয়ে নিয়ে গেছেন ‘দ্য কপিল শর্মা শো’।
আরও পড়ুন-আজ শুরু ভোটকর্মীদের প্রশিক্ষণ
চাঁদের হাট
কপিলের শো মানেই চাঁদের হাট। বিভিন্ন সময় এসেছেন সেলিম খান, ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, শত্রুঘ্ন সিনহা, মিঠুন চক্রবর্তী, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, সঞ্জয় দত্ত, সলমন খান, শাহরুখ খান, অক্ষয়কুমার, অজয় দেবগণ, আরবাজ খান, সোহেল খান, কাজল, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, ঐশ্বর্য রাই বচ্চন, অনুষ্কা শর্মা, রণবীর কাপুর, রণবীর সিং, অভিষেক বচ্চন, ফারহা খান, করণ জোহর প্রমুখ। তারকারা নিজেদের সিনেমার প্রচারের জন্য বেছে নেন জনপ্রিয় এই মঞ্চকে। পাশাপাশি এসেছেন অতীত দিনের অভিনেতা-অভিনেত্রী, ক্রীড়াবিদ, গায়ক-গায়িকারাও। কয়েক বছর এই শো প্রযোজনা করেছেন সলমন খান।
আরও জাঁকজমকপূর্ণ
এতদিন দেখা যেত টেলিভিশনের পর্দায়। বর্তমানে দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। নতুন নামকরণ করা হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। বদলেছে অন্দরের সাজসজ্জা। হয়েছে আরও জাঁকজমকপূর্ণ। সেট দেখলে মনে হবে, পাঁচতারা হোটেলের থেকে কোনও অংশে কম নয়। আছে এয়ারপোর্ট লাউঞ্জ, ওয়েটিং রুম, দোকান। শোয়ের দর্শকদের জন্য রয়েছে বসার বিশেষ ব্যবস্থা। নভজ্যোৎ সিং সিধু নন, আছেন অর্চনা পুরণ সিং। এই শোয়ে অর্চনার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তার উল্লেখ করেছেন কপিল৷ মজার ছলে বলেছেন, ‘আমরা সকলে অর্চনাজিকে খুব ভালবাসি।’
ফিরেছেন সুনীল
সুনীল গ্রোভার ছিলেন এই শোয়েব গুরুত্বপূর্ণ অংশ। তাঁর কমেডি দর্শকদের মাতিয়ে রাখত। কখনও অভিনয় করতেন ডাক্তারের চরিত্রে, কখনও শাড়ি পরে নারীর ভূমিকায়। শুধুমাত্র তাঁর আকর্ষণে টেলিভিশনের সামনে বসতেন অনেকেই। কয়েক বছর আগে খবর ছড়ায়, কপিলের সঙ্গে বনিবনা হচ্ছে না। তাই তিনি সরে গিয়েছিলেন শো থেকে। তাঁর অনুপস্থিতি প্রভাব ফেলেছিল। কিছুটা হলেও কমেছিল শোয়ের জনপ্রিয়তা। সেটা উপলব্ধি করেছিলেন নির্মাতারা। তাই সুনীলকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘরে ফেরার অনুভূতি
কপিল-সুনীল একসঙ্গে একই শোয়ে থাকলে সেই শো যে টিআরপির ঊর্ধ্বে উঠবে সেটা বলাই বাহুল্য। শোয়ের প্রিমিয়ারের আগে, কপিল এবং সুনীল একটি প্রেস কনফারেন্সে বসেছিলেন। সেখানে সুনীল বলেন, ‘নেটফ্লিক্সের জন্য এটা একটা প্রচার স্টান্ট ছিল। দ্বন্দ্ব শেষ-শুরুর কোনও ব্যপার নয়। পুরোটাই ছিল বহু বছর আগে পূর্ব পরিকল্পিত। শোয়ে ফিরতে পেরে ভাল লাগছে। হচ্ছে ঘরে ফেরার অনুভূতি। সেখান থেকেই শুরু করেছি ঠিক যেখানে ছেড়ে গিয়েছিলাম।’ কপিল বলেন, ‘বিগত বছরগুলোয় সুনীল কয়েকটি প্রোজেক্ট নিয়ে ব্যস্ত ছিলেন। বেশ কয়েকটি সিরিজ এবং সিনেমায় অভিনয় করেছেন। তাই আমরা তাঁকে পাইনি।’ প্রসঙ্গত, সুনীল ফিরেছেন গুত্তির চরিত্রে। শোয়ে বিমানসেবিকার ভূমিকায় আছেন ক্রুষ্ণা অভিষেক। এ ছাড়াও আছেন কিকু ও রাজীব ঠাকুর।
আরও পড়ুন-ঠাকুরনগরে আজ থেকে মতুয়া মেলা সতর্ক প্রশাসন
আরও মজাদার ও বিনোদনমূলক
নতুন সিজনের প্রথম এপিসোড সম্প্রচারিত হয়েছে ৩০ মার্চ। এসেছিলেন নীতু কাপুর, রণবীর কাপুর এবং ঋদ্ধিমা কাপুর। আলিয়া ভাটের অনুপস্থিতি নিয়ে কিছুটা জলঘোলা হয়েছে। তবে এপিসোডটি জমে উঠেছিল। দেখেছেন বহু মানুষ। একে একে অতিথি হিসেবে আসবেন অভিনেতা আমির খান, ক্রিকেটার রোহিত শর্মা, ক্রিকেটার শ্রেয়স আইয়ার, পরিচালক ইমতিয়াজ আলি, অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ, অভিনেত্রী পরিণীতি চোপড়া প্রমুখ। ২ মিনিট ১০ সেকেন্ডের ট্রেলারে দেখা গিয়েছে তাঁদের। নেটফ্লিক্স ইন্ডিয়ার কর্ণধার তানয়া বামি এই শোয়ের সাফল্য নিয়ে দারুণ আশাবাদী। বিভিন্ন তারকার সমাগমে এই শো আগের থেকে অনেক বেশি মজাদার ও বিনোদনমূলক হবে বলে তাঁর বিশ্বাস। প্রতি শনিবার রাত ৮টায় দর্শকের দরবারে হাজির হবে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। চিন্তার ভাঁজ রামগরুড়ের ছানাদের কপালে। কারণ এই কমেডি শো তাঁদেরও হাসিয়ে ছাড়বে।