সংবাদদাতা, কুলপি : রাজ্য সরকারের ঘোষণামতো এবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে শিক্ষারত্ন পাচ্ছেন কুলপি তিন নম্বর চক্রের কেশবনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ ঘোষ (ShikshaRatna- Amarendranath Ghosh)। ডায়মন্ড হারবার পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
শিক্ষারত্ন পাওয়ার খবর পেয়ে অমরেন্দ্র জানালেন, ১৯৯৯ সালের নভেম্বর মাসে সহকারী শিক্ষক হিসেবে কেশবনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় যোগদান করেন। ২০০৮ সালে প্রধানশিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। শিক্ষারত্ন (ShikshaRatna- Amarendranath Ghosh) পুরস্কারের জন্য ২০২৩ সালের জুন মাসে রাজ্য সরকারের নোটিশ পেয়ে আবেদন করেছিলেন। ৩১ অগাস্ট রাজ্য সরকার রাজ্যের ১৫ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাকে শিক্ষারত্ন দেওয়ার কথা ঘোষণা করে, সেই তালিকায় নিজের নাম দেখেন অমরেন্দ্র। শিক্ষারত্ন পাওয়ার খবর পেয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জানান তিনি।
বর্তমানে কেশবনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মোট ৬৬ জন ছাত্রছাত্রী পঠন-পাঠন করে। অমরেন্দ্রনাথ ও এক সহকারী শিক্ষক দুজনে মিলেই পঠন-পাঠন চালিয়ে যাচ্ছেন। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষারত্ন পুরস্কার তুলে দেওয়া হবে।
আরও পড়ুন- সেটে অসুস্থ দেব, নিচ্ছেন চিকিৎসকের পরামর্শ, বন্ধ হচ্ছে না প্রধান ছবির শুটিং