প্রতিবেদন : এসএসকেএম হাসপাতালে অগ্নিকাণ্ডের নেপথ্য কারণ খুঁজে বের করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করল রাজ্য স্বাস্থ্য দফতর। এসএসকেএম-এর সুপারের নেতৃত্বে এই কমিটিতে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্থানীয় থানার ওসি-সহ কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা। তিনদিনের মধ্যে এই কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম শুক্রবার এই খবর জানিয়ে বলেন, প্রথমিকভাবে মনে হচ্ছে না, আগুনের কারণ কোনও যান্ত্রিক ত্রুটি।
আরও পড়ুন-উত্তরবঙ্গ মেডিক্যালে চালু এইচডিইউ ও হাইব্রিড সিসিইউ
নেপথ্যে কোনও অন্তর্ঘাতের সম্ভাবনা আছে কি না তা বিশেষ ভাবে খতিয়ে দেখবেন গোয়েন্দা দফতরের আধিকারিক। ফায়ার অডিটেরও নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার হাসপাতাল চত্বর ঘুরে দেখেন ফরেনসিক বিশেষজ্ঞরা এবং গোয়েন্দা আধিকারিকরা। হাসপাতাল ঘুরে দেখে নমুনা সংগ্রহ করেন তাঁরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ফরেনসিক টিম। কী থেকে এই আগুন লাগার ঘটনা ঘটল তা নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে।
আরও পড়ুন-গ্রামাঞ্চলে উন্নত পরিষেবা পৌঁছে দিতে সক্রিয় স্বাস্থ্যমন্ত্রক, ৮ কোটিতে ২৪ সুস্বাস্থ্যকেন্দ্র
গতকাল রাতে এসএসকেএম হাসপাতালের সিটি স্ক্যান বিল্ডিং-এ আগুন লেগে যায়। একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। রাতেই ঘটনাস্থলে পৌঁছন দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। আগুন নেভানোর কাজে তদারকি করেন। পৌঁছে যান রাজ্যের মুখ্যসচিবও। রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দমকলের প্রাথমিক অনুমান, আগুনের কারণ শর্ট সার্কিট। শুক্রবার এসএসকেএমের অ্যানেক্স হাসপাতাল পুলিশ হাসপাতালে পেডিয়াট্রিক অঙ্কোলজি বিভাগের উদ্বোধন ছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, প্রাথমিক ভাবে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন বলে মনে হচ্ছে না। অন্তর্ঘাত রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। এসএসকেএমের ঘটনার পরে কলকাতা এবং রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালগুলিতে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে দ্রুত ফায়ার সেফটি অডিট করতে। নির্দেশ পাঠানো হয়েছে জেলাগুলিতে। লক্ষণীয়, সোমবার মুখ্যমন্ত্রী নবান্নে স্বাস্থ্য নিয়ে উচ্চপর্যায়ে বৈঠক করবেন।