ভেঙে পড়েছে ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা, জানালেন সুবল ভৌমিক

সাংবাদিক বৈঠক করে স্পষ্ট অভিযোগ জানিয়েছেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেস কনভেনর সুবল ভৌমিক। তিনি বলেন, ভেঙে পড়েছে ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা।

Must read

ক্রমশই ভেঙে পড়ছে ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা। আজ সকালে একজন রোগীকে হাসপাতালে নিয়ে গেলে সেই রোগী পর্যাপ্ত চিকিৎসা না পেয়েই মৃত্যু হয় তাঁর। উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর, অভিযোগ জানান রোগীর পরিবার। স্বাস্থ্য দফতর মুখ্যমন্ত্রীর নিজের হাতে থাকলেও মিলছে না পরিষেবা।

আরও পড়ুন-চাষের জমি-বাড়ি যাচ্ছে নদী গর্ভে, গঙ্গা অ্যাকশন প্ল্যান নিয়ে আবেদন জানিয়ে মোদিকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের

সাংবাদিক বৈঠক করে স্পষ্ট অভিযোগ জানিয়েছেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেস কনভেনর সুবল ভৌমিক। তিনি বলেন, ভেঙে পড়েছে ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজের দখলে রেখেছেন স্বাস্থ্য দফতর। রাজ্যে মেডিক্যাল কলেজ হাসপাতাল থাকলেও চিকিৎসার জন্য রোগীদের চিকিৎসার জন্য যেতে হয় কলকাতা, মুম্বাই সহ বিভিন্ন জায়গায়। সরকারি হাসপাতালে ৬০ শতাংশ রোগীর জায়গা হয় মাটিতে আর ৪০ শতাংশ রোগীর জায়গা হয় বেডে। ত্রিপুরার মানুষ অসহায় হয়ে পড়ছে।

Latest article