প্রতিবেদন : ফের বিপাকে বিরোধী দলনেতা (Suvendu Adhikari- High Court)। দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু মামলায় রাজ্যের করা আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশে শুনানি শুরু হচ্ছে কলকাতা হাইকোর্টে (Suvendu Adhikari- High Court)। সেই মামলা হবে সিঙ্গল বেঞ্চে। সোমবার সেই শুনানি শুরু। ২০১৮ সালের ১৩ অক্টোবর নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন বিরোধী দলনেতার নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ২০২১ সালে শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী স্বামীর মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে হাইকোর্টে যান। কোর্ট জানায়, বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে কোর্টের অনুমতি নিতে হবে। এই নির্দেশের বিরুদ্ধেই রাজ্য সুপ্রিম কোর্টে গেলে হাইকোর্টে নতুন করে মামলার শুনানির নির্দেশ হয়।
আরও পড়ুন-সেজে উঠছে শহর থেকে গ্রাম, আজ জনসমুদ্রে ভাসতে চলেছে কাঁথি